বাজেট করা শিখুন, টাকা থাকুক বা না থাকুক!

আচ্ছা, বাজেটিং শুনলেই কি আপনার মাথার মধ্যে “Cut down your expenses! Save more!” টাইপের ভয়ংকর ভয়ংকর শব্দগুলো বাজতে শুরু করে? কিংবা মনে হয়— “টাকাই যখন নাই, বাজেট করবো কিসের?” শুনুন, বাজেট মানেই শুধু “No Fun, Only Savings” না! বরং এটা এমন একটা স্কিল যা আপনাকে স্মার্টলি টাকা ম্যানেজ করতে শিখাবে, যেন মাসের শেষে ভূত হয়ে ঘুরতে না হয়! আজ শিখবেন, **কীভাবে বাজেটিংকে লাইফের স্মার্ট হ্যাক বানাবেন, টাকা থাকুক বা না থাকুক! ১। "রক্ত পানি" না করেও বাজেট করা যায়! অনেকে বাজেটিং মানেই ধরে নেয় “নো মজার খরচ, নো আউটিং, নো শপিং”— এটা একদম ভুল! বাজেট মানে হলো আপনার ইনকামের সাথে খরচকে ব্যালেন্সে আনা। এখন কী করবেন? আপনার ইনকাম এবং খরচ লিখুন (হাতে, মোবাইলে, নোটপ্যাডে— যেটা ইজি লাগে!) যেসব খরচ না করলেও চলে, সেটা ধরুন একটা স্মার্ট ফিগার ঠিক করুন, যেটা সেভ করতে পারবেন প্রো টিপ: আপনার ইনকামের ৫০% এসেনশিয়াল (বাসা ভাড়া, খাবার), ৩০% ওয়ান্টস (ঘোরাঘুরি, শপিং), আর ২০% সেভিংস রাখুন— এটাই 50-30-20 রুল! ২। "সেলারি শেষ" সিন্ড্রোম থেকে বাঁচুন! মাসের শ...