টক্সিক অফিস কীভাবে স্মুথলি ছাড়বেন?

আপনার বস কি মুড সুইংয়ে ভোগে? কলিগদের ড্রামা অফুরন্ত? কিংবা মিটিং মানেই "এখান থেকে বের হয়ে আরেকটা মিটিং!" – তাহলে ভাই, আপনি একটা টক্সিক অফিসের পুরোদস্তুর ভিকটিম! কিন্তু সমস্যা কী জানেন ? চাকরি ছাড়তে চাই, কিন্তু ভবিষ্যৎ ক্যারিয়ারেও দাগ ফেলতে চাই না! তাহলে কীভাবে স্মুথলি সরে পরবো, যাতে একদিকে নতুন সুযোগ আসে, অন্যদিকে পুরনো অফিসেও ভালো ইমেজ থাকে? এখন ‘I QUIT’ মাইক্রোফোন ড্রপ না করে, একটু কৌশলী হওয়া লাগবে! দেখে নেই কীভাবে স্মার্টলি টক্সিক অফিস থেকে বের হওয়া যায়! Step 1: আগে নিশ্চিত হন – অফিস আসলেই টক্সিক কিনা! আগে বুঝতে হবে, আপনি কি আসলেই একটা রেড ফ্ল্যাগ অফিসে আছেন? নাকি জাস্ট একটু বেশি বিরক্ত লাগছে? টক্সিক অফিস চেনার সিম্পল কিছু সিগন্যাল: ১। ওয়ার্ক-লাইফ ব্যালান্স বলতে কিছুই নেই – ছুটির দিনেও কাজের মেসেজ আসছে! ২। বস = Walking Red Flag – কথায় কথায় খোঁচা দেওয়া, ক্রেডিট মেরে খাওয়া, আর শুধু মাইক্রোম্যানেজ! ৩। কলিগ = অফিসের রিয়েলিটি শো প্রতিযোগী – শুধু গসিপ, ড্রামা আর পলিটিক্স! ৪। অস্থিরতা, স্ট্রেস, আর অল্পতেই রাগ! – কাজ করতে গিয়ে যেন একট...