সাবজেক্ট ঠিক করুন নিজের স্বপ্নের ছকে ।

বিষয়টা খুবই রিলেটেবল, তাই না? ফিজিক্স পড়ে সেলস এক্সিকিউটিভ হিসেবে কাজ করছেন, আর রাষ্ট্রবিজ্ঞান পড়ে ব্যাংকে জব করছেন—এই কনফিউশন শুধু আপনার একার না। কারণ, আমরা অনেকেই সাবজেক্ট চয়েস নিয়ে সিরিয়াস থাকি না। আজকে এই নিয়ে কিছু কথা বলব।

আমরা নিজের পছন্দকে গুরুত্ব না দিয়ে অন্যদের দেখাদেখি ডিসিশন নিয়ে ফেলি। কিছুদিন আগে দেখলেন সবাই কম্পিউটার সায়েন্স পড়া শুরু করল। আরেকটা সময়ে সবার লক্ষ্য ছিল বিবিএ। আসলে অন্যকে দেখে সাবজেক্ট চয়েস করার দরকার কী, যদি নিজের ইচ্ছেটা অ্যাডজাস্ট করতে হয়?

মনে রাখবেন, যদি নিজের সাবজেক্ট পছন্দ না হয়, তবু সেটা পড়া শুরু করে দিন। তবে মানিয়ে নেয়ার নাম করে নিজের ইচ্ছার বিরুদ্ধে সবকিছু করবেন না। কারণ, একদিন গ্র্যাজুয়েশন শেষ করে, চাকরির ক্ষেত্রেও যখন ঠিকমত অ্যাডজাস্ট করতে পারবেন না, তখন সেটাই সমস্যার কারণ হয়ে দাঁড়াবে।

আপনার সাবজেক্ট নিয়ে যদি আপনি পড়াশোনায় মন বসাতে না পারেন, ক্যারিয়ারেও সহজে মন বসবে না। ফলে প্রফেশনাল গ্রোথেও পিছিয়ে পড়ার চান্স থাকে। আমাদের দেশে আপনি যে সাবজেক্টে পড়াশোনা করবেন, সেই ফিল্ডে চাকরি নাও পেতে পারেন। তবে নিজের ইচ্ছার বিরুদ্ধে সবকিছুতে অ্যাডজাস্ট করতে করতে আপনি হতাশ হতে পারেন।

নিজের পছন্দের সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে, সেই রিলেটেড কিছু কাজ করার সুযোগ থাকে। কিছুদিন পরে চাকরিতে যখন ফিল্ড চেঞ্জ করার দরকার পড়বে, তখন এই নলেজ কাজে লাগবে। শুরুতেই একটা সাবজেক্ট সিলেক্ট করে সেটা শিখলে, ফিউচারে টেনশন কম হবে, আর ক্যারিয়ারও হবে স্যুটেবল।

নিজের সাবজেক্টের ব্যাপারে যতটা সিরিয়াস থাকবেন, ভবিষ্যতে ক্যারিয়ার গ্রোথে ততটা লাভবান হবেন।

জীবনের সব এক্সাইটিং টিপস আর ট্রিকস পেতে Youman ফলো করুন!


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সারাক্ষণ ক্লান্ত লাগে কেন? সলিউশন এখানে !

ভুয়া অফার থেকে নিজেকে বাঁচানোর স্মার্ট উপায় !

যে কৌশলে সহজে পড়া মনে রাখতে পারবেন