ক্যারিয়ারে হাই জাম্প চাই?
আজকাল আমাদের আশপাশে এমবিএর সংখ্যা যেন ক্রমাগত বেড়েই চলেছে। অনেকেই আছেন যারা ঠিক বুঝে উঠতে না পেরেই এমবিএ করে ফেলেন। তাহলে আসুন, বুঝে নিই কোন কোন পরিস্থিতিতে এমবিএ আসলেই দরকার, আর কখন এমবিএ না করলেও চলে।
এমবিএ মানে তো আমরা সবাই জানি—মাস্টার্স ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। সাধারণত দু’ধরনের এমবিএ থাকে: একটা হল রেগুলার এমবিএ, যা ফুল টাইম মাস্টার্স ডিগ্রি, আরেকটা এক্সিকিউটিভ এমবিএ, যা মূলত কাজের অভিজ্ঞতা অর্জনের পর শর্ট টার্ম কোর্সের মতো একটা ডিগ্রি।
আপনি যদি বিজনেস গ্র্যাজুয়েট হন আর গ্র্যাজুয়েশন শেষে জব মার্কেটে মাস্টার্স নিয়ে প্রবেশ করতে চান, তাহলে রেগুলার এমবিএ আপনার জন্য যথেষ্ট। আর যদি ভালো জায়গায় কাজ করছেন, সেখানে কয়েক বছর পর ক্যারিয়ার বুস্টের জন্য এক্সিকিউটিভ এমবিএও করতে পারেন।
আজকাল কিছু চাকরিতে, বিশেষ করে ব্যাংকিং সেক্টরে, মাস্টার্স থাকা আবশ্যক বলা হয়। তাই যদি আপনার টার্গেট ওই ধরনের জব হয়, তখন এমবিএ করে নেওয়া ভালো। কিন্তু একটা বড় সমস্যা হলো আমরা কোনো পরিকল্পনা ছাড়া গ্র্যাজুয়েশনের পর চাকরি না পেয়ে এমবিএ বা অন্য মাস্টার্স করে ফেলি। তখন গ্র্যাজুয়েশনের পরের চাকরিতে আবার সেই মাস্টার্স ডিগ্রি নিয়েই ফিরে আসি!
অন্য ডিসিপ্লিনে পড়া সবার জন্য এমবিএ বাধ্যতামূলক নয়। তবে যদি বিজনেস ডিসিপ্লিনে পড়েন আর টপ লেভেল এক্সিকিউটিভ হতে চান, তখন এমবিএ কাজে দেবে। তবে এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসুন যে শুধু এমবিএ-ই চাকরির চাবিকাঠি। আপনি বিজনেসের যেকোনো ফিল্ডেই মাস্টার্স করতে পারেন।
যারা ভাবছেন এমবিএ করতেই হবে না, তা-ও পুরোপুরি ঠিক নয়। কিছুদিন চাকরি করার পর জব চেঞ্জ বা উন্নত ক্যারিয়ারের জন্য মাস্টার্স অনেক সময় দরকার হতে পারে। তবে সিদ্ধান্ত নেওয়ার আগে পরিকল্পনা করে এগোন।
জীবনের প্রতিটা সিদ্ধান্তকে কাজে লাগাতে Youman-এর সাথে থাকুন। আর দরকারি সব টিপস আর রিসোর্স পেতে জয়েন করুন আমাদের কমিউনিটিতে!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন