কে হবে বন্ধু?

বন্ধু নির্বাচন: লাইফের জন্য কীভাবে সঠিক বন্ধু বেছে নেবেন?

বন্ধু নির্বাচনে আপনি কতটা সিরিয়াস? কারণ আপনার লাইফের “হিট”-এর পিছনে অনেকটাই বন্ধুত্বের ভূমিকাও রয়েছে। ভালো বন্ধু আপনাকে এগিয়ে নিয়ে যেতে পারে, আর খারাপ বন্ধু আপনার জীবনকে তছনছ করে ফেলতে পারে।

বন্ধু বেছে নিতে কখনও কাউকে ইজি ভাবে না নিন। আপনার লাইফের টার্গেট এবং আপনার ভবিষ্যৎ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ। আপনি যেমন একজন বন্ধুর কাছে সাপোর্ট চান, ঠিক তেমনই বন্ধুদের থেকেও আপনি সমান সমর্থন এবং প্রেরণা আশা করেন।

বন্ধুত্ব আসলে এমন একটা সাপোর্ট সিস্টেম যা আপনাকে জীবনে এগিয়ে যেতে সাহায্য করে। বিরক্তি, দুঃখ, বিপদে, প্রথমে যাদের কাছে যাবেন তারা অবশ্যই ভালো বন্ধু।

এখানে একটা পয়েন্ট মনে রাখবেন, যদি আপনার বেশিরভাগ বন্ধুই আপনার চাইতে বেশি সফল এবং পজিটিভ অবস্থানে থাকে, তাহলে আপনার নিজের পজিশনও অটোমেটিকভাবে ভালো হবে। কারণ, ভালো বন্ধু আপনাকে নতুন কিছু শেখাতে সাহায্য করবে। তাদের সঙ্গে মিশলে আপনি নিজের স্কিলস্, থট প্রসেস এবং স্ট্র্যাটেজি আরো উন্নত করতে পারবেন।

ফ্রেন্ড সার্কেল তৈরি করার সময়, আপনার আশপাশের বন্ধুদের সঠিকভাবে বেছে নিন। নিজের থেকে বেশি সফল বন্ধুদের সঙ্গে থাকুন, তাদের পজিটিভ ভিবস আপনাকে এগিয়ে নিয়ে যাবে। এমন বন্ধুদের সাথে সম্পর্ক রাখুন যারা আপনার পজিশনে আপনাকে বাড়াতে সাহায্য করবে।

এছাড়া, নেগেটিভ মানুষদের থেকে দূরে থাকুন। তারা সব সময় খারাপ দিক বের করার জন্য এক্সপার্ট। এমন বন্ধুদের মাঝে থাকলে আপনার মনেও নেগেটিভিটি ঢুকে যাবে, যেটা আপনার উন্নতির পথে বাঁধা হয়ে দাঁড়াবে।

তবে, যতটুকু সম্ভব, সেই বন্ধুকে পাশে রাখুন যারা প্রথমে বিপদে আপনার পাশে ছিল। তাদের বিপদে আপনিও প্রথমে সাহায্য করবেন, এটা মেনে চলুন। বন্ধুদের সাহায্য দেওয়াটা মিউচুয়াল, তাই সম্পর্কগুলো যতটা সম্ভব পজিটিভ রাখুন।

বন্ধু ছাড়া জীবন অবশ্যই সম্ভব, কিন্তু অনেক কষ্টের! ভালো বন্ধু আপনার জীবনটাকে সোজা, সহজ এবং ফোকাসড করে তুলতে পারে। যদি আপনার বন্ধু নির্বাচন ভুল হয়ে যায়, তাহলে আপনার জীবনেই বারোটা বাজতে সময় লাগবে না। 

আর, আপনার পার্সোনাল হেলথ, মেন্টাল হেলথ, ফাইনান্স, ক্যারিয়ার এবং লাইফের আরো গুরুত্বপূর্ণ বিষয় জানার জন্য Youman কমিউনিটির সঙ্গে থাকুন! আমাদের ফলো করুন এবং জীবনের প্রতিটি মুহূর্তে পুরো ফোকাস রেখে এগিয়ে যান। 


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

প্রতিদিনের জীবন সহজ করার ১০টি প্রযুক্তি টিপস

বেড়াতে যাবেন কোথায় ? কেন?

প্যাসিভ ইনকামে ফোকাস