Math-কে বানান বেস্ট ফ্রেন্ড!
অংকের নাম শুনলেই হাত-পা ঠান্ডা? চিন্তা নেই, এই লেখাটায় পেয়ে যাবেন ম্যাথ ভীতি দূর করার সহজ কিছু টিপস!
স্কুল লাইফে ম্যাথস আমাদের উপর বয়ে আনে চাপ, আর আমরা যেন হালকা জ্বর নিয়ে ক্লাস করি। আসলে, বেশিরভাগ সময়ই আমরা ম্যাথ না বুঝেই মুখস্থ করতে শুরু করি। পরীক্ষায় মুখস্থগুলো ঢেলে দিলেই পাশ—ভাবটা এমন। কিন্তু অংক তো ভয় পাওয়ার জন্য না, বরং মজা নেয়ার জন্য।
ম্যাথ ফোবিয়া দূর করতে বেসিক থেকে শুরু করাই বেস্ট। যদি ফাউন্ডেশনটা শক্ত না থাকে, তাহলে সেই রিলেটেড বই বা ইন্টারনেট ব্রাউজ করে ইনফো নিন, ভিডিও টিউটোরিয়াল দেখুন।
একটা অংক ভালোভাবে বুঝলে নিজেকে শাবাশ দিন। এভাবে এক্সপেরিমেন্টের মজা পেলে শেখার আগ্রহ বাড়বে, কারণ শেখাটা মজার ব্যাপার হওয়া উচিত! শেখা যদি ফান না হয়, তাহলে অংক করা সত্যিই কঠিন হয়ে যায়।
ম্যাথ ফোবিয়া কাটাতে একসাথে পড়াটা দারুণ কাজ দেয়। বন্ধুরা একসাথে হলে অংক শেখাটা বেশ ইজি আর মজার হয়ে যায়। এমন কিছু না বুঝলে প্রশ্ন করুন—বন্ধুরা থাকতে সংকোচ কেন? তারা নিশ্চয়ই বুঝিয়ে দেবে।
লাইফটাকে আরেকটু স্মার্ট আর ইনটেরেস্টিং করতে চাইলে Youman-এর সাথেই থাকুন। শিখুন আর নিজেকে নতুন করে আবিষ্কার করুন!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন