ব্যালেন্স করার ম্যাজিক টিপস!

একই সাথে পড়াশোনা আর চাকরি সামলানো অনেক সময়েই চ্যালেঞ্জিং হয়ে যায়। এই ব্লগে শেয়ার করব কিছু সহজ টিপস, যা অনুসরণ করলে আপনি দুটোই ব্যালেন্স করতে পারবেন, তাও কোনো একটা বাদ না দিয়ে। চলুন তাহলে শুরু করি!

ফোকাস সেটিং:

প্রাইমারি বনাম সেকেন্ডারি

একসাথে দুটো জায়গায় মনোযোগ দেওয়া একটু কঠিন। তাই, ঠিক করতে হবে কোনটা আপনার প্রাইমারি আর কোনটা সেকেন্ডারি ফোকাস হবে। ধরুন, আপনি চাকরির পাশাপাশি এক্সিকিউটিভ এমবিএ করছেন। এক্ষেত্রে আপনার প্রাইমারি ফোকাস হবে চাকরি আর এমবিএ হবে সেকেন্ডারি।

আর যদি আপনি পার্ট-টাইম চাকরি করেন, তাহলে ফোকাস বেশি থাকা উচিত পড়াশোনায়। চাকরির কারণে ক্লাস মিস হলে বা পরীক্ষা ভালো না হলে ভবিষ্যতে ভালো চাকরির চান্স কমে যায়। তবে, পড়াশোনায় বেশি মনোযোগ দেওয়া মানে এই নয় যে কাজের দায় সেরে ফেলবেন।

দায়িত্ব বুঝে ব্যালেন্স

আপনি যদি চাকরির পাশাপাশি এমবিএ বা অন্য কোনো কোর্স করেন, মনে রাখবেন—চাকরিটাই আপনার প্রাইমারি ফোকাস। যদি কাজের ক্ষতি করে পড়াশোনায় সময় দেন, তাহলে ক্যারিয়ারে ক্ষতির কারণ হতে পারে।

স্টুডেন্ট হলে পার্ট-টাইম চাকরির সময় বাদে ক্লাস বা ক্যাম্পাসেই থাকা উচিত। আর চাকরিজীবী হলে ক্লাস বা পরীক্ষা শেষ করেই অফিসের কাজ নিয়ে মনোযোগী হওয়া দরকার।

সবশেষে, বুঝেশুনে দায়িত্বের গুরুত্ব বুঝে সিদ্ধান্ত নিন।

প্রতিটা মুভ স্মার্টলি নিন, Youman-এ প্রতিদিন কিছু নতুন এক্সপ্লোর করুন!


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সারাক্ষণ ক্লান্ত লাগে কেন? সলিউশন এখানে !

ভুয়া অফার থেকে নিজেকে বাঁচানোর স্মার্ট উপায় !

যে কৌশলে সহজে পড়া মনে রাখতে পারবেন