ডেইলি কত খরচ হওয়া উচিত

মাসের শুরুতে অনেক টাকা খরচ করি, আর মাসের শেষে এসে পুরো পকেট ফাঁকা, তাই ভেবে দেখি খরচ কমিয়ে ফেলি। কিন্তু আসল ব্যাপার হল, কীভাবে আপনি প্রতিদিনের খরচ সামলে নিজের ফাইনান্সিয়াল লাইফ স্ট্যাবল রাখতে পারবেন। আজকে আপনাকে কিছু টিপস দিব যাতে আপনার ফাইনান্স আরেকটু কন্ট্রোল করতে পারেন!

প্রথমেই প্ল্যানিং করুন

আপনার মাসিক ইনকাম, লাইফস্টাইল আর অন্যান্য ফ্যাক্টরের ওপর ডিপেন্ড করে, কত টাকা খরচ করবেন সেটা ঠিক করবেন। আসলে এটা নির্দিষ্টভাবে বলা সম্ভব না, কিন্তু একটা সাধারণ গাইডলাইন আপনি ফলো করতে পারেন, যাতে আপনি আরও ভালোভাবে আপনার বাজেট প্ল্যান করতে পারেন।

নির্দিষ্ট ফিক্সড খরচ

মাসে কিছু নির্দিষ্ট খরচ থাকে, যেমন বাসা ভাড়া, ইলেকট্রিসিটি বিল, বাজার খরচ, আর যদি সেভিংস থাকে, তার ইন্সটলমেন্ট—এইসব তো ফিক্সড। এছাড়া, প্রতিদিনের খরচে একটা বড় অংশ দখল করে যাতায়াতের খরচ, আপনি পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করেন নাকি নিজের গাড়ি, মোটর সাইকেল—এ সবের খরচ একটা ভালো ধারণা থাকা জরুরি।

অফিসের কাছে বাসা রাখার সুবিধা

যদি অফিসের জন্য বাসা দূরে হয়, তাহলে সময় এবং টাকা উভয়ই নষ্ট হয়ে যায়। তাই, অফিসের কাছাকাছি বাসা নিলে যাতায়তের খরচ এবং সময় বাঁচানো সম্ভব।

লাঞ্চের খরচ কমানো

মাসের প্রথম দিকে লাঞ্চে অনেক টাকা খরচ হয়, আর শেষে গিয়ে সেই খরচ কমতে থাকে। কিন্তু সারা মাসে হিসাব করলে, দেখা যায় অনেক টাকা লাঞ্চের পিছনে চলে যায়। যদি বাসা থেকে লাঞ্চ নিয়ে যান, তাহলে খরচ অনেক কমিয়ে আনতে পারেন।

কতটা খরচ করবেন?

সাধারণত, আপনার মাসিক ইনকামের ৮ থেকে ১০ শতাংশের মধ্যে দৈনন্দিন খরচ হওয়া উচিত। ধরুন, আপনার মাসিক ইনকাম ৩০০০ টাকা, তাহলে আপনার দৈনন্দিন খরচ হবে ৩০০ টাকা। প্রতিদিনের বাজেট হবে ১০ টাকা। স্টুডেন্টদের পকেটমানির মতো, হিসাব করে প্রতিদিনের খরচ করলে সহজেই একটা স্ট্যাবল ফাইনান্সিয়াল লাইফ লিড করতে পারবেন।

এটা মেনে চললে, আপনার ফাইনান্স পুরো মাসে একদম ব্যালান্স থাকবে, আর কোনো কষ্ট হবে না।

আর যদি আপনি আরও ফাইনান্সিয়াল টিপস জানতে চান, মানি ম্যানেজমেন্ট নিয়ে কথা শুনতে চান, তাহলে Youman কমিউনিটির সদস্য হতে পারেন। আমাদের ফলো করুন, আর জীবনের প্রতিটি মুহূর্ত ভালোভাবে উপভোগ করুন!


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সারাক্ষণ ক্লান্ত লাগে কেন? সলিউশন এখানে !

ভুয়া অফার থেকে নিজেকে বাঁচানোর স্মার্ট উপায় !

যে কৌশলে সহজে পড়া মনে রাখতে পারবেন