ক্রেডিট কার্ড বিল কমানোর গোপন টিপস
ক্রেডিট কার্ড ব্যবহার করা আজকাল অনেকের জন্য একদম সোজা ব্যাপার, কিন্তু সেই বিল ম্যানেজ করা সহজ নয়। আসল কথা হলো, আপনি যদি বেসিক কিছু টিপস ফলো করেন, তাহলে খুব সহজেই আপনার ক্রেডিট কার্ডের বিল হ্যান্ডেল করতে পারবেন। চলুন, দেখি কীভাবে এই বিলকে হাতের নাগালে রাখতে পারেন!
ক্রেডিট কার্ডের বিল কেন হতে পারে সমস্যা?
ক্রেডিট কার্ডে লিমিট থাকায় অনেক সময় আমরা নিজের ইনকামের বাইরে গিয়ে কিছু না কিছু কিনে ফেলি। শুরু হয় ঝামেলা। ক্যাশ দিয়ে খরচ করলে ঠিক কত টাকা খরচ হবে সেটা জানা থাকে, কিন্তু ক্রেডিট কার্ডে ‘ক্রেডিট’ পাওয়ার সুযোগ থাকায় অনেক সময় আমরা নিজের বাজেটকে একেবারে অতিক্রম করি। এরপর মাস শেষে বিল দেখলে মনে হয় ‘এটা তো আমার সামর্থ্যের বাইরে!’
কীভাবে ম্যানেজ করবেন?
প্রথমেই একটা কথা মনে রাখুন—যতটা আপনি আয় করেন, ঠিক ততটুকু খরচ করতে হবে। ক্রেডিট কার্ডের ব্যবহারকে আপনাকে মডারেট রাখতে হবে। সব লেনদেন একেবারে কার্ড দিয়েই করতে গিয়ে পরবর্তী মাসে বিলের সাইজ বাড়িয়ে ফেলবেন না। আরেকটা জিনিস, কখনোই ক্যাশ ও কার্ডের খরচ একসাথে একসাথে করতে যাবেন না। আপনার বাজেট অনুযায়ী সিদ্ধান্ত নিন কোন জিনিসটা ক্যাশে করবেন আর কোনটা কার্ডে।
কোন ক্ষেত্রে ক্যাশ, কোন ক্ষেত্রে কার্ড?
এটা গুরুত্বপূর্ণ! যেমন—দৈনন্দিন বাজার, বাড়িভাড়া বা ছোটখাটো খরচের জন্য ক্যাশ ব্যবহার করুন। অন্যদিকে, অনলাইন শপিং বা ডিসকাউন্টে পাওয়া সস্তা জিনিসের জন্য ক্রেডিট কার্ড ব্যবহার করুন। তবে খেয়াল রাখবেন, যে টাকা আপনি কার্ড দিয়ে খরচ করছেন, সেটা আপনার কাছে অল্প সময়ের মধ্যে ফিরে আসবে কি না!
৩০% রুল
ক্রেডিট কার্ডের বিল কনট্রোল করার জন্য একটা ভালো টিপস হলো—আপনার ক্রেডিট লিমিটের ৩০% টাকার বেশি ব্যবহার করবেন না। এতে মাস শেষে আপনার বিল মোটামুটি সামলানো যাবে। মিনিমাম ডিউ পেমেন্ট দিয়েই চললে কিন্তু ফিনান্সিয়াল ঝামেলা বেড়ে যেতে পারে, তাই প্রতি মাসে পুরো বিলের ৫০% পরিশোধ করার চেষ্টা করুন।
শেষ কথা
ক্রেডিট কার্ডের বিল ম্যানেজমেন্ট খুব সহজ, যদি আপনি এগুলো ফলো করেন। সবশেষে মনে রাখবেন—যতটা আয়, ততটুকুই খরচ। কখনোই লিমিট ছাড়িয়ে না যান, আর খরচের মাঝে বাজেট মেইন্টেইন রাখুন।
মানি ম্যানেজমেন্ট বা বেসিক ফাইনান্স সম্পর্কে আরও মজার টিপস জানার জন্য Youman কমিউনিটির সদস্য হয়ে যান। আমাদের ফলো করুন, এবং জীবনের প্রতিটি মুহূর্তকে সঠিকভাবে কাজে লাগান!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন