ট্রাডিশনাল পড়াশোনা নাকি অনলাইন লার্নিং?

ট্রাডিশনাল পড়াশোনা নাকি অনলাইন লার্নিং?— কে সেরা?
বাইরে মেঘ করছে। এমন আবহাওয়ায় মানুষের মনে দার্শনিক চিন্তা আসে।

আমি জানালার পাশে বসে ভাবছিলাম—
আগের দিনে স্কুল-কলেজ ছাড়া পড়াশোনা সম্ভব ছিল না। এখন ল্যাপটপ বা মোবাইল থাকলেই মানুষ পুরো ডিগ্রি নিয়ে নিচ্ছে!

মনে প্রশ্ন জাগলো— ট্রাডিশনাল পড়াশোনা ভালো, নাকি অনলাইন লার্নিং?

এটা কি এক ধরণের ‘টম অ্যান্ড জেরি’ যুদ্ধ?

যাক, যুক্তি দিয়ে বিচার করা যাক!

১। ট্রাডিশনাল পড়াশোনা – "সুবিধা বনাম ভোগান্তি"

স্কুল-কলেজ মানেই একটা চমৎকার পরিবেশ।
শিক্ষকদের সামনে বসে পড়া যায়।
বন্ধুদের সাথে ক্লাসের ফাঁকে আড্ডা দেওয়া যায়।
লাইব্রেরির সেই বইয়ের গন্ধ পাওয়া যায়!

কিন্তু সমস্যাও আছে—
ক্লাসে যেতে হলে সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়!
যাতায়াতের ঝক্কি তো আছেই!
একটাই সিলেবাস, সবাইকেই সেটা গিলতে হয়!

আর সবচেয়ে বড় সমস্যা?
পরীক্ষার আগের রাতে মনে হবে— "এই যে আমি এত বছর ধরে ক্লাস করলাম, আসলে কি কিছুই শিখলাম?"

২। অনলাইন লার্নিং – "স্বাধীনতা নাকি বিভ্রান্তি?"

একটা ফোন বা ল্যাপটপ থাকলেই এখন শেখা সম্ভব!
নিজের সময় অনুযায়ী ক্লাস করা যায়!
বিশ্বের বড় বড় শিক্ষকদের কাছ থেকে শেখার সুযোগ!
যেখানে খুশি বসে পড়া যায়— বাসা, ক্যাফে, বা শুয়ে শুয়েও!

কিন্তু অনলাইন ক্লাস মানেই কিছু চ্যালেঞ্জও আছে—
সামনে বসে কেউ শেখাচ্ছে না, ফলে মনোযোগ হারিয়ে যায়!
ইউটিউব চালু করলেই মনে হয়— "একটা ভিডিও দেখি, তারপর পড়বো!" (তারপর? তিন ঘণ্টা গায়েব!)
নেটওয়ার্ক প্রবলেম হলে তো পড়াশোনার বারোটা বাজবেই!

আর সবচেয়ে বিপজ্জনক ব্যাপার?
শুধু সার্টিফিকেট নিতে গিয়ে শেখার আসল উদ্দেশ্যটাই হারিয়ে যায়!

৩। কোনটা ভালো? আসল উত্তর কী?

এই প্রশ্নের উত্তর আসলে একেকজনের জন্য একেক রকম!

যদি নিয়ম মেনে শিখতে ভালো লাগে— ট্রাডিশনাল শিক্ষা আপনার জন্য ভালো!
যদি স্বাধীনভাবে, নিজের গতিতে শিখতে চান— অনলাইন লার্নিং বেস্ট অপশন!
আর যদি দুইটোর মিশ্রণ চান?— হাইব্রিড মডেল ট্রাই করেন!

৪। তাহলে পড়াশোনার সঠিক কৌশল কী?

যদি সত্যি কিছু শিখতে চান , তাহলে পড়াশোনার ধরন নয়, বরং শেখার প্রতি আগ্রহ বেশি গুরুত্বপূর্ণ!

ট্রাডিশনাল স্কুলে পড়লেও অনলাইনের রিসোর্স ইউজ করেন !
অনলাইনে শেখার পাশাপাশি রেগুলার রুটিন মেনে চলুন !
শুধু সার্টিফিকেট নয়, বাস্তবে কেমন কাজে লাগবে সেটাও দেখেন!

কারণ, শেখা মানেই শুধু পাশ করা নয়— শেখা মানে নিজের ভবিষ্যৎ তৈরি করা!

তাহলে,  আপনি কোনটা বেছে নেবেন ?
Youman কমিউনিটিতে জয়েন করে, শেখার নতুন দিগন্ত খুলে দেন ! 


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সারাক্ষণ ক্লান্ত লাগে কেন? সলিউশন এখানে !

ভুয়া অফার থেকে নিজেকে বাঁচানোর স্মার্ট উপায় !

যে কৌশলে সহজে পড়া মনে রাখতে পারবেন