পড়া মুখস্থ না করেও মনে রাখার সেরা উপায়
"না না! এবার মনে রাখতে হবে! আর ভুললে চলবে না!"
কিন্তু এক ঘণ্টা পর?
সব গায়েব!
এভাবে যদি পরীক্ষায় যেয়ে মনে হয়— "কোথাও একটা ভুল হচ্ছে, কিন্তু কী ভুল মনে পড়ছে না!"— তাহলে বিপদ!
তাহলে কি সারাদিন মুখস্থ করেই কাটিয়ে দিতে হবে?
না, তার দরকার নেই!
চলেন, এমন কিছু স্ট্র্যাটেজি জানাই, যা দিয়ে পড়া মুখস্থ না করেও আজীবন মনে রাখতে পারবেন !
১। গল্প বানিয়ে পড়েন – "অ্যাডভেঞ্চার তৈরি করেন !"
শুধু মুখস্থ করে গেলে পড়া মনে থাকবে না, কিন্তু যদি মজার কোনো গল্পের সাথে মিশিয়ে ফেলেন , তাহলেই হয়ে গেলো!
উদাহরণ দিই—
ধরেন, নিউটনের তৃতীয় সূত্র পড়তে বসেছেন— "প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে।"
এটাকে মুখস্থ না করে কল্পনা করেন —
একটা বিরাট হাতি সামনে দাঁড়িয়ে আছে, আপনি গিয়ে ঠেলা দিলেই সে আপনাকে উল্টা ধাক্কা দেবে!
ব্যস, নিউটনের তৃতীয় সূত্র মনে থাকবে আজীবন!
২। 'ফেইনম্যান টেকনিক' – বাচ্চাদের মতো বোঝান !
রিচার্ড ফেইনম্যান নামে এক বিজ্ঞানী বলেছিলেন—
"যদি তুমি একটা বিষয় একেবারে বাচ্চাদের মতো সহজ করে কাউকে বোঝাতে পারো, তাহলেই প্রমাণ হয় তুমি সত্যিই বুঝেছো!"
তাই, যা পড়বে সেটাকে এমনভাবে বোঝার চেষ্টা করেন যেন একেবারে ছোট্ট একটা বাচ্চাকে বুঝাতে পারেন !
এবার নিজেকে জিজ্ঞাসা করেন —
"এই জিনিসটা কিভাবে কাজ করে?"
"এর পেছনে আসল কারণ কী?"
যত সহজ করে বুঝবেন, তত মনে থাকবে!
৩। ভিজ্যুয়াল ট্রিক – ছবি আর ড্রইং ইউজ করেন !
পড়ার সময় শুধু লিখলেই হবে না, খাতায় ছোট ছোট ড্রইং বানিয়ে ফেলেন !
হিস্ট্রি পড়ছেন ? তখনকার ঘটনার ছোট স্কেচ আঁকুন !
বায়োলজি পড়ছেন ? কোষের গঠন একবার হাতে এঁকে ফেলেন !
কেমিস্ট্রির রিঅ্যাকশন মনে রাখতে চাইলে, পুরো চক্রটা এক লাইনে লিখে রাখেন !
চোখের সামনে ছবি থাকলে ব্রেইন সেটা অনেকদিন মনে রাখে!
৪। "Spaced Repetition" – একটু পড়ে একটু ভুলে যান !
একটা মজার ব্যাপার জানুন?
ব্রেইন যদি মাঝে মাঝে কিছু ভুলে যায়, তাহলে সেটা আবার পড়লে অনেক ভালোভাবে মনে থাকে!
তাই—
আজ পড়ার পর,
কাল রিভিশন দিন,
তারপর তিন দিন পর আবার দেখেন,
তারপর এক সপ্তাহ পর আরেকবার পড়েন!
এই পদ্ধতিটাকে বলে Spaced Repetition— আর এটা বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত সবচেয়ে কার্যকর মেমোরি টেকনিক!
৫। "টেস্ট নিন" – উত্তর নিজেই লিখে ফেলেন !
সারাদিন শুধু পড়ে গেলে হবে না, নিজেকেই প্রশ্ন করতে হবে !
একটা কৌশল হলো—
খাতায় প্রশ্ন লিখে ফেলেন, উত্তর লিখবেন না!
পরে বই না দেখে নিজের থেকে উত্তর দিন!
এভাবে পড়লে ব্রেইন ভাবতে শুরু করবে, আর যা ভাবতে হয়, তা সহজে ভোলা যায় না!
৬। পড়া শেষ? এবার গান গেয়ে পড়েন!
এটা অদ্ভুত শোনাতে পারে, কিন্তু একবার ট্রাই করে দেখুন!
জিনিসটা এমন—
যেকোনো কঠিন তথ্য একটা মিউজিকের ছন্দে মনে রাখার চেষ্টা করেন !
অ্যালফাবেট গান মনে আছে? এটাও সেভাবেই কাজ করে!
টেবিলের ওপর আঙুল দিয়ে বাজাতে বাজাতে রিদম ধরে পড়ুন!
মজার ব্যাপার হলো, ব্রেইন মিউজিকের সাথে কিছু জিনিস মনে রাখতে বেশি পারদর্শী!
৭। বাস্তবে কাজে লাগান – শেখার আসল মজা এখানেই !
পড়া শুধু বইয়ের পাতায় থাকলে সেটা মনে থাকবে না!
তাই বাস্তবে সেটাকে কাজে লাগাতে হয় !
গণিতের সূত্র পড়ছেন ? নিজের দৈনন্দিন জীবনে কোথায় ইউজ করতে পারেন ভাবেন!
ইংরেজি নতুন শব্দ শিখছেন? সেই শব্দ দিয়ে একটা ছোট গল্প বানান !
বিজ্ঞান পড়ছেন? বাসায় একটা ছোট্ট এক্সপেরিমেন্ট করে ফেলেন !
যত ব্যবহার করবেন, ততই মনে থাকবে!
মুখস্থ না, বুঝে শিখেন!
বইয়ের পাতা মুখস্থ করলে একদিন ভুলে যাবেন, কিন্তু যদি বুঝে পড়েন, গল্প বানিয়ে পড়েন, ছবি এঁকে পড়েন, গেয়ে পড়েন, প্রয়োগ করে পড়েন— তাহলে সেই জিনিস কখনো ভোলার প্রশ্নই আসে না!
তাহলে, আজ থেকেই এই স্ট্র্যাটেজিগুলো ট্রাই করেন !
আর মনে রাখবেন —
পড়াশোনা মানে শুধু নম্বর তোলা নয়, শেখা মানে হলো নতুন কিছু জানার আনন্দ নেওয়া!
Youman কমিউনিটিতে জয়েন করে শেখার দুনিয়াটা আরেকটু সহজ করে ফেলেন !
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন