স্মার্টলি যে কোনো বিষয় শেখার ফেইনম্যান টেকনিক

 "আপনি যদি কোনো জিনিসকে সত্যিই বুঝে থাকেন, তাহলে সেটা ৬ বছরের একটা বাচ্চাকেও বুঝিয়ে বলতে পারবেন।"

— রিচার্ড ফেইনম্যান


এই কথা শুনে আমি প্রথমে একটু ঘাবড়ে গিয়েছিলাম। মানে, আমি তো ফিজিক্স বুঝি। অন্তত পরীক্ষায় তো সবাই আমাকে গুরু মানে। কিন্তু ক্লাস টেনের ভাইয়ের সামনে বসে ইলেকট্রন-প্রোটন বোঝাতে গিয়ে দেখি, গলা শুকিয়ে যাচ্ছে!

এই যে ফেইনম্যান টেকনিক—এটা শেখার একটা পাগলাটে কিন্তু জিনিয়াস লেভেলের পদ্ধতি। হুমায়ূন আহমেদের কোনো উপন্যাসে যেমন হঠাৎ এক চরিত্র এসে জীবনের দার্শনিকতা উল্টে দেয়, তেমনি ফেইনম্যান সাহেব এই পদ্ধতিটা দিয়ে পুরো "আমি তো বুঝে গেছি" টাইপ গ্যাঞ্জামটা খুলে দেন।

আজ আপনাকে গল্পে গল্পে শেখাবো, কিভাবে আপনি যে কোনো টপিক—হোক সেটা কোডিং, ফিন্যান্স, কিংবা প্রেমের মনস্তত্ত্ব—ফেইনম্যান স্টাইলে মাথায় ঢুকিয়ে ফেলতে পারেন।

Step ১: বাচ্চাটাকে খুঁজে বের করুন

না, আসল বাচ্চা না। আপনি এমন ভাববেন যে, এখন আপনার টার্গেট হচ্ছে বিষয়টা এমনভাবে বুঝে বলা, যেন একটা ৬ বছরের ছোট ভাই/বোন সহজে বুঝে ফেলে।

যেমন:
ধরা যাক আপনি "Compound Interest" শেখার চেষ্টা করছেন।
একটা ভাইবা হচ্ছে:

“Compound Interest মানে হলো টাকা নিজেই টাকা বানায়, এমনভাবে যেন টাকা-সন্তানও আবার টাকা-নাতি বানায়।”

এভাবে লিখে লিখে বোঝানোর চেষ্টা করুন। এমনভাবে, যেন বানান ভুল হলেও কেউ বিষয়টা মিস না করে।

Step ২: জটিলতা হল লুকানো না বোঝা

যখনই আপনি লেখার সময় দেখবেন আপনার কলম থেমে যাচ্ছে, তখনই বুঝবেন—"বস, এখানে আমি আসলে পুরোটা বুঝিনি।"

এখনই গুগল/চ্যাটজিপিটি/পুরানো ক্লাস নোট খুলে ফেলুন। আবার বুঝুন।

কোনো কিছু না বোঝা মানে আপনি বোকা না, বরং আপনি বোঝার সাহস রাখছেন—এটাই তো ফেইনম্যানের মজা!

Step ৩: Re-organize, Simplify, Laugh

এখন যা শিখেছেন সেটা আবার নিজের মতো সাজান। সহজ ভাষা, relatable উদাহরণ ব্যবহার করুন।

"Neuron" মানে স্নায়ুকোষ ব্যাখ্যা করতে গিয়ে আপনি লিখতে পারেন:

“Brain basically একটা Wi-Fi router, আর neuron মানে ওই router-এর তার। যত বেশি neuron, তত ভালো কানেকশন!”

হুমায়ূন আহমেদের লেখার মতো একটু quirky analogy দিলে তো আরও মজা!
“বিজ্ঞান এমন এক মেয়ে, যাকে আপনি প্রতিদিন বোঝার চেষ্টা করবেন, কিন্তু সে প্রতিদিন নতুন গল্প শোনাবে।”


Step ৪: কারো সামনে বলে দেখুন

ফেইনম্যান সাহেব বলতেন, আপনি যদি মুখে বলে বোঝাতে পারেন—তাহলেই আপনি বোঝেন।

আপনি রুমমেটকে বলুন, ছোট ভাইকে ধরুন, না হয় আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই বলুন।
রিজেক্টেড TikTok ভিডিওর মতো বারবার বলুন। ভুল করবেন, আবার বলবেন। একসময় perfect হবে।

Bonus Hack: ফেইনম্যান + Gen Z = 

  • Whiteboard এ লিখে শিখুন

  • YouTube vlog-style explain করে practice করুন

  • আপনার ইনস্টা bio-তে একটা weird but smart explanation দিন (e.g. “Time is like toothpaste, we use more when it’s almost finished”)

  • ChatGPT বা AI tool দিয়ে feedback নিন

ফেইনম্যান টেকনিক কোনো ম্যাজিক না।
এটা একধরনের storytelling।
যেখানে আপনি নায়ক, জ্ঞানের সাথে লড়ছেন।
আর প্রত্যেকটা ‘aha!’ মোমেন্ট মানে আপনি আরও এক ধাপ সামনে।

হুমায়ূন আহমেদ যেমন একবার লিখেছিলেন,
“শেখার আনন্দটা হলো এমন, যেন আপনি অন্ধকার রুমে হঠাৎ করে একটা টর্চ জ্বালালেন। চারপাশের সবকিছু হঠাৎই অর্থপূর্ণ হয়ে উঠলো।”

শেখা মানে তো এই আলো জ্বালানোই।
আর ফেইনম্যান টেকনিক হলো সেই টর্চটা।

সিদ্ধান্ত নেওয়া কি কঠিন? ভাবছেন ভুল করলে কী হবে? আরে বাবা, শেখার জন্যই তো Youman আছে!


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সারাক্ষণ ক্লান্ত লাগে কেন? সলিউশন এখানে !

ভুয়া অফার থেকে নিজেকে বাঁচানোর স্মার্ট উপায় !

যে কৌশলে সহজে পড়া মনে রাখতে পারবেন