ভালো রেজাল্ট না থাকলেও কিভাবে সফল হওয়া যায়?

 "রেজাল্ট খারাপ হইছে? জীবন শেষ না, ভাই। সিনেমার প্রথম ১০ মিনিটে নায়ককে কষ্ট পেতেই হয়। তবেই তো গল্প জমে!"

আমাদের সমাজ একটা অদ্ভুত জায়গা। এখানে একটা GPA ৪ না হলে আপনাকে মাঝে মাঝে এমনভাবে দেখা হয়, যেন আপনি হাওয়াই মিঠাই বিক্রি করছেন, আর পাশ দিয়ে মার্ক জাকারবার্গ হেঁটে যাচ্ছেন।

"প্রতিভা মানেই GPA না। কিছু মানুষ ক্লাসে মুখ খোলে না, কিন্তু পৃথিবী কাঁপিয়ে দেয়।"
তাই আজকের এই লেখায়, আমি আপনাকে বুঝাতে চাইব—আপনার GPA আপনার ভবিষ্যৎ না। আপনি যদি চান, আপনি নিজেই নিজের ভবিষ্যৎ লিখতে পারবেন।

GPA ভালো না? So what?

ধরা যাক আপনি ৩.০০ পেয়েছেন। পাশের জন ৪.০০।
তবে সে কথা বলতে পারে না, প্রেজেন্টেশনে ঘেমে যায়, প্রশ্ন শুনে ‘মানে আসলে’ করে দাঁড়িয়ে থাকে।

আর আপনি? আপনি জানেন, মানুষকে কীভাবে শুনতে করাতে হয়, আপনার আইডিয়া আছে, সৃজনশীলতা আছে।

এইসব হচ্ছে real-life skills।
একটা GPA হয়তো সিভিতে থাকবে, কিন্তু একটা impact থাকবে আপনার চোখে, কথায়, আর কাজে।


সফলতা মানে সব A+ না

Steve Jobs, Bill Gates, Oprah Winfrey, J.K. Rowling— এদের কারো "রেজাল্ট" মুগ্ধ করার মতো ছিল না।

কিন্তু ওরা জানতো:

“জ্ঞান আর ডিগ্রি এক জিনিস না। ডিগ্রি দরজা খুলে দেয়, আর জ্ঞান আপনাকে রুমে ঢুকায়।”

আপনার যদি আইডিয়া থাকে, ইচ্ছা থাকে, আর শেখার আগ্রহ থাকে—তাহলে আপনিও অনেক দূর যেতে পারবেন।

“GPA না, Story matters”

ইন্টারভিউতে কেউ জিজ্ঞেস করে না আপনি কয় পেয়েছেন, ওরা চায়—আপনার গল্পটা।
আপনি কিভাবে একটা কঠিন সময় পার করেছেন, কিভাবে নিজের ভুল থেকে শিখেছেন, কীভাবে আপনার চোখে জ্বলছে আগুন—এইগুলা matter করে।

একটা ভালো attitude, একটু curiosity আর একটু communication skill—এই তিনটা থাকলে আপনি দশটা GPA ওয়ালার থেকেও ahead.

তাহলে কী করবেন?

১. Skills শিখুন:
Canva, Excel, Python, Copywriting, Sales, Video Editing—যা পারেন, শেখেন!

২. Portfolio বানান:
ভালো রেজাল্ট না থাকলেও কাজ থাকলে কেউ কিছু বলতে পারবে না।

৩. Side hustle করুন:
পড়ার পাশেই freelancing, content creation বা ছোটখাটো কিছু শুরু করুন।

৪. Networking করুন:
Youman Community, LinkedIn, events—সব জায়গায় connect হোন।

৫. নিজেকে ভালোবাসুন:
কারণ GPA কম থাকলে সমাজ আগে আপনাকে তুচ্ছ ভাববে। আপনি নিজেকে যদি সম্মান না দেন, তাহলে আর কে দেবে?

আপনার নাম রেজাল্টশিটের একটা সংখ্যা না।
আপনি একটা গল্প। একটা incomplete উপন্যাস, যার সব চ্যাপ্টার এখনো লেখা হয়নি।

হুমায়ূন আহমেদের ভাষায় বলতে গেলে—
“আপনি হয়তো এখন ব্যর্থ। কিন্তু এই ব্যর্থতার নিচেই চাপা পড়ে আছে একটা দুর্দান্ত গল্প, শুধু একটু সাহস আর সময় লাগবে সেটা বের করার।”

তাই রেজাল্ট খারাপ? কোনো ব্যাপার না।
আপনার গল্পটা এখনো লেখা বাকি।


জীবনটা ক্যারাম বোর্ড, আর সিদ্ধান্তগুলো গুটি—Youman শিখিয়ে দেবে, কীভাবে সরল শট খেলা যায়!


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সারাক্ষণ ক্লান্ত লাগে কেন? সলিউশন এখানে !

ভুয়া অফার থেকে নিজেকে বাঁচানোর স্মার্ট উপায় !

যে কৌশলে সহজে পড়া মনে রাখতে পারবেন