বাড়ি কেনা ভালো, নাকি ভাড়া থাকাই স্মার্ট চয়েস?
বাড়ি কেনা ভালো, নাকি ভাড়া থাকাই স্মার্ট চয়েস?
বাড়ি মানেই কি সুখ? নাকি EMI-র নামে হাউজিং হইচই?
১. এক কাপ চা আর এক কাপ চিন্তা
রাত ৯টা। বারান্দায় বসে আপনি এক কাপ চা খাচ্ছেন। পাশের ফ্ল্যাট থেকে ভেসে আসছে বাসনের ঠুংঠাং শব্দ। হঠাৎ মাথায় একটা প্রশ্ন এলো—এই বাড়িটা নিজের হলে কেমন হতো? তারপরই আরেকটা চিন্তা:
"এত টাকার EMI দিলে Netflix সাবস্ক্রিপশন রাখার টাকাও থাকবে তো?"
এই হচ্ছে জীবন। একটা বাড়ি মানেই কি সেটেলড লাইফ? নাকি ভাড়া থাকাও হতে পারে স্মার্ট লিভিং? এই দুইটার লড়াই অনেকটা যে কোন উপন্যাসের দুই চরিত্রের মতো—দুজনেই যুক্তিপূর্ণ, কিন্তু শেষ পর্যন্ত কাকে ভালো লাগবে, তা আপনার উপরে।
২. বাড়ি কেনা – একটা লাইফটাইম কমিটমেন্ট
“বাড়ি কেনা মানে একটা গাছ লাগানো, যত্ন না নিলে সেটা আপনার গলায় ফাঁসিও হতে পারে।”
ভালো দিক:
আপনি জানেন এটা আপনার নিজের।
বাড়িতে নিজের মতো décor করতে পারবেন।
ভবিষ্যতে property value বাড়তে পারে।
মুশকিল দিক:
ব্যাংকের সাথে ২০-২৫ বছরের প্রেম। মানে EMI.
Down payment অনেক বড় একটা অঙ্ক।
একবার যেখানে বাসা কিনলেন, mobility কমে গেল।
৩. ভাড়া থাকা – বাঁচুন একটু light মোডে
ভাড়াটিয়া শব্দটা শুনলেই আমাদের মাথায় বাবার গম্ভীর মুখ ভেসে উঠে। কিন্তু এখনকার সময়ে ভাড়া মানেই গরিব না, বরং flexible লাইফস্টাইলের নাম।
ভালো দিক:
টেনশন নেই, একঘেয়ে হয়ে গেলে জায়গা বদল!
Maintenance, Tax – এসব ঝামেলা landlord এর।
কম খরচে prime location-এ থাকা সম্ভব।
মুশকিল দিক:
রেন্ট বাড়ে, but আপনার income বাড়ে না সবসময়।
মনে হতে পারে—নিজের জায়গা নেই।
যেকোনো সময় "চলে যান" নোটিশ আসতে পারে।
৫. তাহলে করবেন কী?
একটা পুরোনো গল্প বলি।
একজন রাইটার একবার এক চরিত্রকে বলেছিলেন,
“তুমি নিজের মতো থাকো। অন্যরা কী বললো, তাতে কিছু আসে যায় না।”
এই কথাটাই এখানে খাটে।
যদি আপনি একটা জায়গায় থিতু হতে চান, স্থিরতা চান, ইনকাম stable হয় — তবে বাড়ি কেনা ভালো।
আর যদি আপনি explorer হন, নতুন জায়গা ভালোবাসেন, জীবনে এখনো অনেক move আছে — তবে ভাড়ায় থাকাই শ্রেয়।
৬. Gen Z-র টিপস:
বাড়ি কেনার আগে EMI calculator গুগলে ঘেঁটে দেখুন।
Rent-to-income ratio ৩০% এর নিচে রাখার চেষ্টা করুন।
একটা Emergency fund রাখুন—EMI দেন আর ভাড়া, দুটোতেই দরকার।
বাড়ি কিনলেও location first, emotion পরে!
৭. “বাড়ি মানে শুধু ইট, কাঠ আর সিমেন্ট না। সেটা একটা Safe Space, সেটা কেনা হোক বা ভাড়া, আপনার শান্তি থাকলেই সেটাই Best Choice।”
জীবনটা আসলে একটা ম্যাজিক শো, শুধু ট্রিকসগুলো জানলেই বাজিমাত! Youman আছে শেখানোর জন্য!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন