শেখার ধরন বদলে ফেলুন

 কীভাবে লার্নিং কার্ভ আপগ্রেড করবেন?

স্বল্প সময়ে বেশি শেখার আর্টটাই লার্নিং কার্ভ ইমপ্রুভ করার মূল লক্ষ্য। সহজ কিছু টিপস ফলো করলেই আপনি দ্রুত শিখতে পারবেন।



১. আপনার স্ট্রেংথ দিয়ে শুরু করুন

আপনার যা কিছু আগে থেকেই ভালো জানা, সেখান থেকেই শুরু করুন। কাজটা সহজ হবে, আর শেখার স্পিডও বাড়বে। এক কথায়, আগে নিজের শক্তি খুঁজে বের করে তারপর স্টার্ট করুন।

২. অলৌকিক কিছু আশা করবেন না
ধরুন, আপনি নতুন করে গান শেখা শুরু করেছেন। এটা ভাবলে হবে না যে দুই দিনের মধ্যে ঘুম থেকে উঠে আপনি গায়ক হয়ে যাবেন। শেখার পেছনে সময় আর ধৈর্য দুইটাই দরকার। একটু সময় দিন, ধীরে ধীরে নিজের প্রগ্রেস দেখবেন।

৩. রিপিট আর রিডু
এক্সপার্ট লেভেলে পৌঁছানোর জন্য প্র্যাকটিস করতেই হবে, সেটা কোন কাজে আপনি যতবার করবেন, তত ভালোভাবে আয়ত্ত করবেন। প্র্যাকটিসই মাস্টারির চাবিকাঠি।

৪. রাইট টেকনিক ফলো করুন
যদি ভুল টেকনিক ব্যবহার করে শিখতে থাকেন, তাহলে শেখা তো হবে না বরং সময় নষ্ট হবে। যেমন, ঢাকা থেকে চট্টগ্রাম যেতে গিয়ে সোজা রাস্তা না নিয়ে ঘুরপথে গেলে বেশি সময় লেগে যাবে। কম সময়ে বেশি শেখার জন্য সঠিক পদ্ধতিটা বেছে নিন।

৫. একবারে একটাই জিনিস শিখুন
সব কিছু একসাথে শিখতে গেলে কোনোটাই পারফেক্ট হবে না। আপনি যদি ইউটিউবার, ফ্রেঞ্চ ভাষা এবং সাইকেল চালানো সব একসাথে শিখতে চান, তাহলে শেষমেশ কিছুই শিখতে পারবেন না। এক স্কিল আয়ত্ত করুন, তারপর নতুন কিছু ট্রাই করুন।

৬. নিজের প্রগ্রেস যাচাই করুন
কিছুদিন পরপর নিজের শেখার অগ্রগতি যাচাই করুন। তবে এক্সপার্ট কাউকে রিভিউ করতে বললে ভালো হয়। নিজের উন্নতি দেখুন আর ফোকাস ধরে রাখুন।

৭. ডিটারমাইন্ড থাকুন
নতুন কিছু শেখা সহজ নয়। এটাতে ধৈর্য, মেধা আর সময় দেবেন। একবার শুরু করেছেন তো শেষ করবেন, মাঝপথে হাল ছাড়বেন না। পরিশ্রম আর ডিটারমিনেশন থাকলে অবশ্যই সফল হবেন।একটা একটা স্টেপ নিয়ে সামনে এগিয়ে যান, নতুন কিছু শেখাটা হয়ে উঠবে ইজি আর ইফেক্টিভ!

লাইফের সব আপডেটেড টিপস আর ট্রিকস পেতে এখনই ফলো করুন Youman! নিজের প্রতিদিনের জার্নিটাকে আরও স্মার্ট আর ইফেক্টিভ করুন।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সারাক্ষণ ক্লান্ত লাগে কেন? সলিউশন এখানে !

ভুয়া অফার থেকে নিজেকে বাঁচানোর স্মার্ট উপায় !

যে কৌশলে সহজে পড়া মনে রাখতে পারবেন