লার্নিং আপনার পকেটেই
আপনার পকেটে থাকা স্মার্টফোনই হতে পারে শেখার পাওয়ারহাউস
একটা জিনিস যা সবসময় আপনার সাথেই থাকে আর অনেক কিছু শেখার উৎস হয়ে উঠতে পারে, সেটাই আপনার স্মার্টফোন! আসুন জেনে নিই কীভাবে আপনার পকেটের এই ছোট্ট ডিভাইসটাই হতে পারে এক বিশাল লার্নিং টুল।
১. ইউটিউব:
যে বিষয়গুলো শিখতে চান, সেগুলো ইউটিউবে সার্চ করুন। কোর্স, টিউটোরিয়াল থেকে শুরু করে দুনিয়ার সব ইনফো পাবেন আপনার পকেটে থাকা এই স্মার্টফোন থেকেই!
২. প্লে স্টোর বা অ্যাপ স্টোর:
যে কোনো কিছু শিখতে দরকারি অ্যাপ নামাতে পারেন গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে। গুগল লার্নিং গ্যারেজের মতো প্ল্যাটফর্ম থেকে বিভিন্ন কোর্সও করতে পারেন আর পাবেন সার্টিফিকেট, যা আপনার ক্যারিয়ারে কাজে দেবে।
৩. গুগল লেন্স:
কোনো অজানা জিনিসের ছবি তুলেই গুগল লেন্স দিয়ে দেখতে পারেন তার বিস্তারিত। আশেপাশের অজানা বিষয়গুলো এক্সপ্লোর করে দেখুন।
৪. প্রোডাক্টিভিটি অ্যাপস:
মোবাইলে বিভিন্ন প্রোডাক্টিভিটি অ্যাপ ডাউনলোড করে সেগুলো ফলো করলে নিজের মধ্যে বেশ চেঞ্জ আনতে পারবেন। ছোট ছোট গুড হ্যাবিটসের জন্য এই অ্যাপগুলো ট্রাই করে দেখুন।
৫. স্ক্রিনশট:
স্মার্টফোনের স্ক্রিনশট অপশনও আপনার জন্য এক বড় প্রোডাক্টিভিটি টুল হতে পারে। স্ক্রল করতে করতে ইন্টারেস্টিং কোনো টপিক পেলে স্ক্রিনশট নিয়ে রাখুন আর পরে সেটার ডিটেইল পড়ে নিন।
এভাবেই ছোট্ট স্মার্টফোনটা হয়ে উঠতে পারে আপনার পার্সোনাল লার্নিং সেন্টার!
Youman-এর সাথে থেকে পেয়ে যান কাজের সব রিসোর্স আর গাইডলাইন! আজই জয়েন করে নতুনভাবে নিজের জীবনকে গড়ে তুলুন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন