নিজের প্যাশনটা বুঝে নাও!
প্যাশনটা বুঝে নাও!
আজকাল যে কোনো বিষয়ে শেখা খুবই সহজ হয়ে গেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কী শিখবে? কীভাবে বুঝবে কোন স্কিল আসলেই তোমার জন্য ইম্পর্ট্যান্ট? তিনটা সহজ স্টেপ ফলো করলেই তুমি বুঝতে পারবে কোন স্কিল শেখাটা তোমার জন্য কাজে লাগবে।
রুল নাম্বার ১: যে স্কিল শিখবে, সেটা কাজে লাগবে তো?
মনে করো, তুমি পর্তুগিজ শিখতে চাও কারণ কয়েক বছর পরপর পর্তুগাল যাও। কিন্তু যদি সেভাবে যাওয়াই না হয়, তাহলে ওই ভাষা মনে রাখা বেশ কঠিন। বরং ইংরেজি, ফ্রেঞ্চ বা চাইনিজ শিখলে সেটা অনেক বেশি কাজে লাগবে। স্কিল শিখতে গেলে এমন কিছু শিখো, যেটা তোমার জন্য আসলেই একটা আ্যসেট হবে।
রুল নাম্বার ২: ভিশন ঠিক রাখো
নতুন কিছু শিখতে গেলে সময় আর এফোর্ট লাগে, তাই ভুল জিনিসে ফোকাস করার জন্য জীবনটা খুবই ছোট। এমন কিছু স্কিল শেখার চেষ্টা করো যার বেসিকগুলো তোমার কাছে পরিষ্কার থাকবে, যাতে টেকনোলজি চেঞ্জ হলেও ওই স্কিল অচল না হয়ে যায়। ওয়েবসাইট বানানো শিখলে যেমন, বেসিক প্রোগ্রামিং জানা দরকার। কারণ এখন তো অনেক রেডিমেড টেম্পলেটই পাওয়া যায়।
রুল নাম্বার ৩: ইন্টারেস্ট গুরুত্বপূর্ণ
অমুক অনেক টাকা কামাচ্ছে ফ্রিল্যান্সিং করে, আমিও ফ্রিল্যান্সিং শিখব—এই ট্রেন্ডটা কিন্তু তোমার জন্য সব সময় সঠিক না-ও হতে পারে। ধরো তুমি মার্কেটিং বা ফাইন্যান্সে ভালো, এদিকে শিখতে বসলে ক্রিয়েটিভ ডিজাইনিং, যেটায় তোমার কোনো ইন্টারেস্টই নেই। তার চেয়ে রিলেভেন্ট কোনো প্রফেশনাল ডিগ্রি নিলেই বরং ভালো হতো।
তাহলে ঠান্ডা মাথায় কমেন্টে বলো তো, কোন স্কিলটা শিখতে চাও? সেই স্কিল নিয়ে কিছু ইম্পর্ট্যান্ট টিপস শেয়ার করব পরবর্তী কোনো লেখায়!
লাইফে এগিয়ে থাকতে চান? Youman-এর ফলোয়ার হন, পেয়ে যান ইনফো, টিপস, আর ট্রিক্স একদম সহজ ভাষায়!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন