খরচ বেশি, আয় কম।

 টাকা কামানো যত কঠিন, ঠিক মতো খরচ করা যেন আরও কঠিন! পার্সোনাল বাজেট মানেই আপনার ইনকাম থেকে ম্যাক্সিমাম আউটপুট বের করে আনা। চলেন, বাজেট কন্ট্রোলের জন্য দরকারি ৫টা স্টেপ দেখে নেই—

স্টেপ ১। নিজের ইনকাম-এক্সপেন্স সম্পর্কে ক্লিয়ার হোন

বাজেটের প্রথম ধাপই হচ্ছে, আপনি আসলে কত কামাচ্ছেন আর কত খরচ করছেন, সেটা ভালো করে জানা। যদি আয়ের চেয়ে খরচ বেশি হয়ে যায়, তাহলে আপনাকে আরও কিছু স্টেপ নিতে হবে। আর খরচ কম হলে—বেশ ভালো আছেন!

স্টেপ ২। ইনকাম আর খরচ ট্র্যাক করুন

একটা কাগজে বা এক্সেলে আপনার ইনকাম আর খরচ লিখে রাখুন। এবার দেখুন, মাসিক আর এককালীন খরচগুলো কী কী। বাড়ি ভাড়া বা ইলেকট্রিসিটি বিল মাসে একবার লাগলেও, বারবার ঘুরতে যাওয়া বা নতুন মোবাইল কেনার মতো খরচ তো মাসে মাসে হয় না।

স্টেপ ৩। ৮০/২০ প্রিন্সিপাল

মোটামুটি দুইটা কাজ করবেন—এক, অপ্রয়োজনীয় খরচ কমানো। আর দুই, ইনকাম বাড়ানো। মোবাইল ডেটার ২০-৩০ টাকা বাঁচিয়ে বাজেট বাঁচাতে পারবেন না। বরং বড় খরচ, যেমন রেস্টুরেন্ট বিল বা আননেসেসারি শপিং কমানোর চেষ্টা করুন।

স্টেপ ৪। প্রপার ট্র্যাকিং

মাস শেষে হিসাব রেখে দিন, সেটা এক্সেল, গুগল শিট, ডায়েরি বা অ্যাপে—যেভাবে ইজি মনে হয়। এভাবে চলতে থাকলে বাজেট কন্ট্রোল আরও ইজি হবে।

স্টেপ ৫। ৬ মাসের বাজেট বানান

সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, নিজের জন্য একটা ৬ মাসের বাজেট বানান। এখন থেকে এটাই ফলো করুন। মনে রাখবেন, সঠিকভাবে বাজেট ম্যানেজ করতে পারলেই পার্সোনাল ফাইনান্স ইম্প্রুভ হবে।

এমনই আরও মজার ও কাজে লাগার মতো টিপস পেতে Youman ফলো করুন। লাইফে স্মার্টলি চলুন, বাজেটও কন্ট্রোলে আনুন!


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

প্রতিদিনের জীবন সহজ করার ১০টি প্রযুক্তি টিপস

বেড়াতে যাবেন কোথায় ? কেন?

প্যাসিভ ইনকামে ফোকাস