ওয়ার্ক আউটের বেসিক টিপস
আর্নল্ড শোয়ার্জনেগারের মতো মাসল পেতে চান? চটজলদি কিছু টিপস থাকল আপনার জন্য!
প্রথমেই জানেন, মাসল বিল্ডিংটা হলো একেবারে ধৈর্যের খেলা! ঠিক যেমন ৫ কিমি দৌড়াতে চাইলে ছোট ছোট স্টেপ নিয়ে আগে অল্প দৌড়ান, পরে চেষ্টা করবেন পুরোটা একবারে শেষ করতে। মেন থিংক হলো স্টেপ বাই স্টেপ এগোনো।
ওয়ার্কআউট টাইমিং আর শিডিউল
প্রতিদিন একটা ফিক্সড সময়ে এক্সারসাইজ করার চেষ্টা করুন। ধরুন ১৫০ মিনিট/সপ্তাহের মতো।
শুরুতে ছোট টার্গেট সেট করুন।
সাপ্তাহিক শিডিউল ট্রাই করতে পারেন:
শুক্র: ৩০ মিনিট সাইক্লিং বা জগিং
শনি: বিশ্রাম
রবি: ৪০ মিনিট হাঁটা বা দৌড়
সোম: বিশ্রাম
মঙ্গল: ১০ মিনিট লাইট জগিং, তারপর প্রতি পায়ে ১০ লাংজ, ১০ পুশ-আপ, ১০ সিট-আপ
বুধ: বিশ্রাম
বৃহঃ: ৪০ মিনিট মিডিয়াম গতিতে জগিং
জিমে যাওয়া শুরু করতে চান?
প্রথমেই কিন্তু সপ্তাহে ৫ দিন শুরু করা ঠিক না। এক্সপার্টরা বলেন, প্রথম দিকে ৩০ মিনিটের মতো কাজ করুন আর ফোকাস রাখুন ডিফারেন্ট টাইপ এক্সারসাইজে যেন বোর না হয়ে যান!
ডায়েট আর পানি পানের গুরুত্ব
প্রচুর পানি পান করুন। মেনটেইন করুন একটা ব্যালান্সড ডায়েট—যেখানে প্রোটিন থাকবে হাই প্রোটিন ফুডস। প্রথম দিকে একটু ব্যথা লাগবে—পেইন কিলার খেয়ে সেটা ভুলে যাবেন না। ন্যাচারালি রিকভারি হতে দিন।
মোট কথা, ছোট ছোট স্টেপ, ভালো ডায়েট আর রেগুলার ওয়ার্কআউটই আপনার মাসল গেইনিং জার্নির গেম চেঞ্জার হতে পারে।
এ রকম হেল্পফুল আরও টিপস পেতে আর জীবনটাকে একটু এনজয় করতে Youman-এর সাথে কানেক্ট থাকুন!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন