ইমপ্লিমেন্টেশনেই আসল গেম!

 লার্নিং বনাম ইমপ্লিমেন্টেশন - শিখছি তো, কাজে লাগাচ্ছি কতটুকু?

ছোটবেলা থেকে আমাদের শুধু শেখাতেই ফোকাস দেওয়া হয়েছে, কিন্তু শেখা জিনিসগুলো কাজে লাগানোর উপর গুরুত্ব কম ছিল। কত ট্রেনিং, সেমিনার, কোর্স করেছি, কিন্তু সেগুলো কি আদৌ কাজে লাগাতে পারছি? নাকি সবটাই মাথার মধ্যে জমে আছে এক্সট্রা ব্যাগেজ হিসেবে? আসুন, এই পুরো প্রক্রিয়াটাকে তিনটা সিম্পল স্টেপে নিয়ে আসি!

স্টেপ ১। শেখা জিনিসগুলোর সাথে রিলেট করতে শিখুন
নতুন কিছু শিখে কীভাবে সেটাকে প্রফেশনাল লাইফে কাজে লাগাবেন, সেটা না বুঝলে সব শেখাই বৃথা। শেখা জিনিসগুলোর সাথে বাস্তব জীবনের কনটেক্সট তৈরি করতে হবে। আপনার শেখা জিনিসটা আসলে কোথায় কাজ দেবে, কীভাবে এপ্লাই করতে পারেন, তা রিলেট করার চেষ্টাই আপনাকে এগিয়ে নিয়ে যাবে।

স্টেপ ২। শুধু শিখলেই হবে না, প্র্যাকটিস করুন
শুধু জ্ঞান অর্জন করে রাখলে হবে না, সেটা বারবার প্র্যাকটিস করতে হবে। ট্রেনিংয়ের পরে নিজের জীবনে, কাজের জায়গায়, বন্ধু-বান্ধবের সঙ্গে শেয়ার করে, যেভাবেই হোক একটু একটু করে সেই জ্ঞান প্র্যাকটিক্যালি ব্যবহার করুন। মনে রাখবেন, শেখার আসল মানেটা বের হবে তখনই, যখন সেটা রিয়েল লাইফে কাজে লাগাতে পারবেন।

স্টেপ ৩। ইমপ্রুভমেন্ট ট্র্যাক করুন
শেখা এবং ইমপ্লিমেন্ট করার পরে দেখুন, কীভাবে আপনি আগের থেকে উন্নতি করলেন। যদি কোথাও গ্যাপ থাকে, সেটা আইডেন্টিফাই করুন আর সঠিকভাবে কাজে লাগানোর নতুন উপায় বের করুন। এভাবেই আপনার লার্নিং আর ইমপ্লিমেন্টেশন একসাথে বুস্ট আপ হবে।

এই তিনটা সিম্পল স্টেপ ফলো করেই আপনি আপনার লার্নিংকে কাজে লাগাতে পারবেন সঠিকভাবে। আজ থেকে নিজের শেখা জিনিসগুলো কাজে লাগিয়ে লাইফে ট্যাংগিবল ইমপ্যাক্ট আনুন।

জানান তো, কীভাবে আপনার শেখা জিনিসগুলো কাজে লাগাবেন? কমেন্ট সেকশনে শেয়ার করুন! আর স্কিল আর লাইফ ইমপ্রুভমেন্টের নতুন হ্যাকস পেতে Youman-এর সঙ্গে থাকুন!


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

প্রতিদিনের জীবন সহজ করার ১০টি প্রযুক্তি টিপস

বেড়াতে যাবেন কোথায় ? কেন?

প্যাসিভ ইনকামে ফোকাস