ব্যাংক লোন? ভেবে নিন।

ব্যাংক থেকে পার্সোনাল লোন নেওয়ার চিন্তা করছেন? কিন্তু লোন মানেই তো ইন্টারেস্ট আর মাসিক ইন্সটলমেন্টের ঝামেলা। তাই লোন নেওয়ার আগে এই ৫টা রুল ফলো করলেই সহজ হবে।


রুল ১। লোন কি সত্যিই দরকার?

একটু ভাবুন তো, সেই নতুন সোফা কেনার জন্য লোন নিচ্ছেন, কিন্তু ঈদের বোনাস থেকেও তো সেটার খরচ করা যেত। তাই লোনের সিদ্ধান্ত নেওয়ার আগে যাচাই করুন, একটু ধৈর্য ধরলেই কি না হয় খরচটা ম্যানেজ করা যেত। কারণ, লোনের সাথে আসে ইন্টারেস্ট যা বাড়তি খরচ।

রুল ২। আসলে কত টাকা দরকার?

লোন নেওয়ার পরিমাণে হিসেবি হন। যদি ৩ লাখে আপনার কাজ হয়, তাহলে ৪ লাখ নিয়ে ইন্টারেস্ট বাড়ানোর দরকার কী? নিজের ইনকাম অনুযায়ী দরকারি টাকা ধার করবেন, কারণ লোন যত কম, ঝামেলাও তত কম।

রুল ৩। ইন্টারেস্ট রেট জানুন

যে ব্যাংক থেকে লোন নেবেন, তার ইন্টারেস্ট রেট ভালো করে যাচাই করুন। আর যদি কোনো ব্যাংক কম ইন্টারেস্ট দেয়, তো সেই অপশনটা ভেবে দেখতে পারেন। যত কম ইন্টারেস্ট রেট, তত কম টেনশন!

রুল ৪। মান্থলি ইন্সটলমেন্ট কভার করা যাবে?

আপনার মাসিক ইনকাম অনুযায়ী ইন্সটলমেন্টের টাকা কভার করতে পারবেন তো? ধরুন, মাসিক ইন্সটলমেন্ট ২০ হাজার টাকা, আর আপনার মাসের খরচই প্রচুর। যদি না পেরে বসেন, তাহলে লোন নেওয়া আরও বড় ঝামেলা হয়ে যাবে। তাই ইন্সটলমেন্টের টাকাটা নিজের ইনকামের সঙ্গে মিলিয়ে দেখেই লোন নিন।

রুল ৫। ইনকাম আর ইন্সটলমেন্ট পেমেন্ট ডেট মিলিয়ে নিন

আপনার স্যালারি আসে ৫ তারিখে, আর লোনের ইন্সটলমেন্ট দিতে হবে ১ তারিখে? বিপদে পড়বেন তো! তাই আগে থেকেই ইনকাম আর পেমেন্ট ডেট মিলিয়ে নিন।

অর্থ ব্যবস্থাপনা ও বেসিক ফাইনান্স নিয়ে আরও টিপস পেতে ইউম্যান ফলো করুন। স্মার্ট লোন, স্মার্ট লাইফ!


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

প্রতিদিনের জীবন সহজ করার ১০টি প্রযুক্তি টিপস

বেড়াতে যাবেন কোথায় ? কেন?

প্যাসিভ ইনকামে ফোকাস