টাকা পয়সা কিভাবে ম্যানেজ করবেন?

ইনকাম কম, নাকি আমাদের মানি ম্যানেজমেন্টের দরকার? আসলে একটু স্মার্ট হলে আর সেভিংসকে প্রাইওরিটি দিলে, ভালোই সেভ করা যায়! চলেন, কিছু ট্রিক দেখে নেই—


১। সেভিংস ফার্স্ট!

“যা বাঁচে তাই সেভ”-এই স্টাইলটা ছাড়ুন। ইনকাম হবার পরপরই নির্দিষ্ট পরিমাণ সেভিংস একাউন্টে জমা রাখুন, পরে বাকি টাকায় মাসটা চালান।

২। ৫০/৩০/২০ রুল ব্যবহার করুন:

ইনকামের ৫০% দরকারি খরচে, ৩০% ইচ্ছে মতো খরচে আর ২০% সেভিংসে রাখুন। এভাবে খরচ করলে একটা কন্ট্রোল আসবে।

৩। শপিং লিস্ট বানান:

শপিংয়ে গিয়ে বাজেটের বাইরে চলে গেলে কাজের জিনিসের থেকে আনইম্পর্ট্যান্ট জিনিস বেশি কেনা হয়ে যায়। তাই আগে থেকেই লিস্ট করে নিন কী কী দরকার আর বাজেট কত।

৪। বাজেট ও প্ল্যান করুন:

বিয়ে, বার্থডে বা বছরে একবার ঘুরতে যাওয়ার জন্য আলাদা সেভিংস রাখুন। এভাবে এগুলো আলাদাভাবে গ্যাপ দিয়ে সেভ করা সহজ।

৫। ক্রেডিট কার্ড ব্যবহার স্মার্টলি:

মিনিমাম ব্যালেন্স পরিশোধ করা মানেই এক্সট্রা ইন্টারেস্টের ঝামেলা। চেষ্টা করুন পুরো ব্যালেন্স পে-অফ করতে।

৬। বিলগুলো কন্ট্রোল করুন:

ইলেকট্রিসিটি, গ্যাস, পানি আর মোবাইল বিল সেভ করতে ছোট ছোট স্টেপ নিন। মাস শেষে দেখবেন, অনেক খরচ কমেছে!

ফাইনান্স নিয়ে আরও এমন হেল্পফুল কনটেন্ট পেতে Youman ফলো করুন। লাইফের প্রতিটা মুহূর্ত কাজে লাগান স্মার্টলি!


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সারাক্ষণ ক্লান্ত লাগে কেন? সলিউশন এখানে !

ভুয়া অফার থেকে নিজেকে বাঁচানোর স্মার্ট উপায় !

যে কৌশলে সহজে পড়া মনে রাখতে পারবেন