আপনার ফাইনান্সিয়াল হোক টেনশন ফ্রি

টাকা পয়সার যত্ন না নিলে আপনার ফাইনান্সও ধীরে ধীরে অগোছালো হয়ে যেতে পারে। ফাইনান্সকে ঠিক রাখতে চাইলে কিছু বিষয় মাথায় রাখা দরকার। আজকে আলোচনা করব কীভাবে আপনার পার্সোনাল ফাইন্যান্স ক্লিন ও স্মার্ট রাখা যায়।

ফাইন্যান্সকে গুছিয়ে রাখতে চাইলে ট্রাই করতে পারেন এই টিপসগুলোঃ

১। লোন নিয়ে মাথা ঠাণ্ডা রাখুন

লোন নিতে সুবিধা হলেও, লোনের ইন্টারেস্ট হিডেন ঝামেলা নিয়ে আসে। লোন আছে? তাহলে মাঝে মাঝে ব্যাংকের সাথে কথা বলে দেখুন। হয়তো কিছু নতুন রেট বা সুবিধা পাবেন, যা আপনার ইন্টারেস্ট কমাতে সাহায্য করবে।

২। ক্রেডিট কার্ড স্মার্টলি ইউজ করুন

ক্রেডিট কার্ড চালাতে গিয়ে অকারণে বাড়তি বিল জমাতে দেবেন না। মনে রাখবেন, মিনিমাম বিল পে করলেই লেট চার্জ ও ইন্টারেস্ট বাড়বে। তাই চেষ্টা করুন মাস শেষে পুরো আউটস্ট্যান্ডিং ক্লিয়ার করতে।

৩। অনলাইনে বিল পেমেন্ট করুন

ফাইনান্সকে গোছানো রাখতে অনলাইন বিল পেমেন্ট দারুণ কাজের। আপনার ব্যাংক অ্যাকাউন্টে অটোপে সেটআপ করতে পারেন। এতে করে আপনার ক্রেডিট কার্ড বা ইউটিলিটি বিল সেকেন্ডে ক্লিয়ার হয়ে যাবে, আর ঝামেলাও কমবে।

৪। অপ্রয়োজনীয় খরচ বাদ দিন

কম ইউজ হওয়া বা অব্যবহৃত অ্যাকাউন্টগুলো ক্লোজ করে দিন। কারণ প্রত্যেকটা অ্যাকাউন্টের কিছু না কিছু মেইনটেনেন্স খরচ আছে। ফাইন্যান্সের ওভারলোড কমাতে এই ধরণের অপ্রয়োজনীয় খরচগুলো বাদ দেওয়া বেস্ট চয়েজ।

৫। ব্যাংক স্টেটমেন্ট আর ক্রেডিট কার্ড বিল চেক করুন

রেগুলার চেক করুন আপনার ব্যাংক স্টেটমেন্ট আর ক্রেডিট কার্ড বিল। দেখে নিন ব্যাংক স্টেটমেন্টের সাথে আপনার পার্সোনাল খরচের হিসাব মিলছে কিনা। পাশাপাশি, দরকারি ডকুমেন্টস আলাদা ফাইল করে রাখুন।

৬। ইয়ারলি ও মান্থলি বাজেট সেট করুন

লাইফের প্রোডাক্টিভিটি বাড়াতে মাসে মাসে বাজেট সেট করুন। মাইনে আর খরচ বুঝে বছরের জন্যও একটা বাজেট সেট করতে পারেন। ছোট্ট এই ট্রিক ফলো করলে দেখবেন, আপনার ইনকাম আর খরচের ব্যালেন্স সুন্দরভাবেই মানিয়ে যাবে।

আপনার মানি ম্যানেজমেন্ট স্কিল আরও শার্প করতে চান? তাহলে Youman কমিউনিটির সাথে থাকুন। আমরা আপনাকে ফিনান্সের নানা সহজ টিপস দিতে থাকব!


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সারাক্ষণ ক্লান্ত লাগে কেন? সলিউশন এখানে !

ভুয়া অফার থেকে নিজেকে বাঁচানোর স্মার্ট উপায় !

যে কৌশলে সহজে পড়া মনে রাখতে পারবেন