পরীক্ষার আগের রাতের মেগা সারভাইভাল কিট!
পরীক্ষা আগের রাত মানেই নীরব যুদ্ধের প্রস্তুতি। কিভাবে এই রাতটা ঠিকঠাক কাজে লাগাবেন তা নিয়ে আছে পাঁচটি সিম্পল হ্যাক।
১। সেইফ গেম খেলুন
নতুন কোনো টেকনিক আবিষ্কার করার টাইম এটা না। যেভাবে সারা বছর পড়েছেন সেভাবেই রিভাইস করুন। পরীক্ষার আগে নতুন কিছু ট্রাই করে কনফিউশন বাড়াবেন না, এটাই সেইফ গেম!
২। আগের রাতে পূর্ণ ঘুম
পরীক্ষার আগের রাতে পূর্ণ ঘুম অমিতাভ বচ্চনের মতো গুরুত্বপূর্ণ। সারা রাত জেগে পড়া আপনাকে সকালে জোম্বি বানিয়ে দিতে পারে। ঘুম না হলে ব্রেইন ফ্রেশ থাকবে না, আর ভালো রেজাল্টের আশা করা যাবে না।
৩। খাবারের ব্যালেন্স বজায় রাখুন
রাতের খাবার যতটা সম্ভব লাইট রাখুন। চা, কফি, বা নিকোটিন অ্যাভয়েড করতে হবে। এতে ঘুম নষ্ট হওয়ার চান্স থাকে। পানি খান বেশি, এতে ব্রেইন কুল থাকবে!
৪। ফোনকে বলুন টা টা
ফেসবুক, ইনস্টাগ্রাম বা ইউটিউব টাইম কিলার। তাই এভয়েড করুন। পরীক্ষার আগের রাতে অফলাইন হয়ে নিজের জন্য কিছুটা স্পেস রাখুন, কনসেনট্রেশনে গ্যাপ থাকবে না!
৫। সব রেডি করে রাখুন
পরীক্ষার দিন কোন টেনশন নয়। আইডি কার্ড, কলম, পেন্সিল,এ্যাডমিডকার্ড ও জামাকাপড় আগের রাতেই ঠিকঠাক রেডি রাখুন। এতে মানসিক চাপ কম থাকবে এবং ব্রেইন টোটাল ফোকাসে থাকবে।
এমন হ্যাকস আরও পেতে Youman ফলো করুন এবং নিজের জীবনকে আরও ইজি করে নিন!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন