বেড়াতে যাবেন কোথায় ? কেন?

একঘেয়ে লাইফস্টাইলে ক্লান্ত? ট্যুরে যাবার প্ল্যান মাথায় আছে কিন্তু বুঝে উঠতে পারছেন না কোথায় যাবেন? চিন্তা নেই! আজকে শেয়ার করব কয়েকটা কুল টিপস যাতে নিজের স্টাইলের মতোই পারফেক্ট ট্র্যাভেল ডেস্টিনেশন পেয়ে যাবেন।

নাম্বার ১ - ট্রিপের মুড কি?

কেন যাচ্ছেন? রিল্যাক্স করতে, এডভেঞ্চার পেতে নাকি শপিংয়ে মজা নিতে? আগে আপনার মুড বুঝে নিন, তারপর তার উপর নির্ভর করে ডেস্টিনেশন ঠিক করুন। মনে রাখবেন, ট্যুরের ফিলিংটাই আসল!

নাম্বার ২ - বাজেট তো ম্যাচ করতে হবে!

কোথায় যাবেন সেটার সাথে আপনার বাজেট মেলাতে হবে। আগে একটা বাজেট আইডিয়া বানিয়ে ফেলুন, তারপর সেই বাজেট অনুযায়ী ডেস্টিনেশন লিস্ট করুন। তারপর তালিকা থেকে আপনার স্টাইলের স্পটটা বেছে নিন। বাজেট কম হলে কাছাকাছি ভালো স্পটও তো হতে পারে!

নাম্বার ৩ - সময় আর সিজন ম্যানেজ করুন!

পিক সিজনে অনেক জায়গায় খরচ বেশি, তাই একটু হিসাবি হতে হবে। কতদিন থাকবেন, কবে যাবেন সব কিছু মাথায় রেখে প্ল্যানটা করে ফেলুন। অফ-পিক সিজনে গেলে একটু কম খরচেই পুরো মজা নিতে পারবেন!

নাম্বার ৪ - সিকিউরিটি ইজ ফার্স্ট!

মজা করতে যাচ্ছেন ঠিক আছে, কিন্তু সিকিউরিটির ব্যাপারেও সচেতন থাকতে হবে। আগে দেখে নিন সেই জায়গায় নিরাপত্তার অবস্থা কেমন, কোথায় থাকবেন বা কেমন এলাকায় যাবেন। আগে থেকে একটু খোঁজ নিলে ভালো।

স্টাইল আর এডভেঞ্চার এক সাথে চাইলে, Youman-এর সাথে থাকুন, লাইফ হবে আরো এক্সাইটিং!


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সারাক্ষণ ক্লান্ত লাগে কেন? সলিউশন এখানে !

ভুয়া অফার থেকে নিজেকে বাঁচানোর স্মার্ট উপায় !

যে কৌশলে সহজে পড়া মনে রাখতে পারবেন