আপনি কি শুধু বেতনের উপর বেঁচে আছেন।

মাসের শেষে টাকা ফুরিয়ে গেলে আর বেতনের অপেক্ষায় দিন গুনতে হয়? যদি এমন হয়, তাহলে আপনি “Paycheck to Paycheck” ট্র্যাপে পড়ে গেছেন। এই সিচুয়েশন থেকে বের হতে মাত্র কয়েকটা স্টেপ ফলো করতে হবে।

P2P লিভিং থেকে মুক্তির জন্য ৪টা ইজি স্টেপ।

স্টেপ ১- দায়িত্ব নিতে শিখুন

আপনার ফাইন্যান্স আপনার দায়িত্ব। বুঝে নিন এই সিচুয়েশন থেকে বের হতে আপনাকেই কিছু স্টেপ নিতে হবে। দ্রুত একশনে যান, নিজের ফাইনান্সের রেস্পন্সিবিলিটি নিজের কাঁধে নেন।

স্টেপ ২- প্ল্যানিং জরুরি

আপনার ইনকাম আর খরচের হিসাবটা ক্লিয়ার করে নিন। মাসের বেসিক খরচ, যেমন- বাসা ভাড়া, খাবার খরচ, ইলেকট্রিসিটি বিল, ফ্যামিলি এক্সপেন্স এগুলো লিস্ট করেন। তারপর যেসব লোন আছে সেগুলোও টপ প্রাইয়োরিটিতে রাখেন। প্ল্যানিং ছাড়া ফাইনান্স স্টেবল রাখা মুশকিল।

স্টেপ ৩- লাইফস্টাইল কন্ট্রোল করুন

সবচেয়ে লেটেস্ট ফোন, বা নতুন ব্র্যান্ডের গাড়ি না কিনলেও চলে। শখ পূরণের জন্য কিছু কেনাকাটা ঠিক আছে, কিন্তু শুধুমাত্র শো অফের জন্য খরচ বাড়ানো মানে বাড়তি চাপ। আপনার ইনকামের একটা লিমিট আছে, সেই অনুযায়ী লাইফস্টাইল সাজান।

স্টেপ ৪- ইনকাম বাড়ানোর চেষ্টা করুন

সাইডে কিছু করার চেষ্টা করেন, যেমন- কোনো সাইড বিজনেস শুরু করা বা ইনভেস্টমেন্টে হাত দেওয়া। নিজের স্কিল বাড়াতে পারেন, তাতে ভালো স্যালারি পাবেন, বা নতুন সুযোগও মিলতে পারে।

যদি চান মানি ম্যানেজমেন্ট বা ফাইনান্স নিয়ে আরও টিপস, তাহলে Youman কমিউনিটির সাথে কানেক্ট থাকুন। এখানে নিয়মিত দারুণ টিপস পাবেন, যা আপনার লাইফকে আরও স্মার্ট বানাতে সাহায্য করবে!


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সারাক্ষণ ক্লান্ত লাগে কেন? সলিউশন এখানে !

ভুয়া অফার থেকে নিজেকে বাঁচানোর স্মার্ট উপায় !

যে কৌশলে সহজে পড়া মনে রাখতে পারবেন