স্ক্রিনে শুরু, স্কিলসে ভরপুর
এই সময়ে ডিজিটাল ওয়ার্ল্ডের সাথে আমরা এতটাই মিশে গেছি যে, কখন কীভাবে বিহেভ করা উচিত, তা অনেকেই জানি না। কিছুদিন পর হয়তো এই বিষয়টা নিয়ে আর কথা বলতে হবে না, কারণ সবাই হয়তো অভ্যস্ত হয়ে যাবে। তবে এখনকার জন্য, ডিজিটাল ওরিয়েন্টেশন কিন্তু খুবই জরুরি।
ডিজিটাল ওরিয়েন্টেশন কী?
আমাদের জীবনযাপনের মতোই, ডিজিটাল প্ল্যাটফর্মেও কিছু ম্যানার্স থাকা উচিত। কিন্তু, দুঃখজনক হলেও সত্যি, ডিজিটাল ওয়ার্ল্ডে চলার উপায়টা কেউই আসলে ঠিকভাবে শিখিয়ে দেয় না। ফলে, অনেকেই বুঝে না বুঝে কমেন্ট সেকশনে কটু কথা, গালাগালি এমনকি অন্যকে হেয় করে মন্তব্য করে বসি। এতে আমাদের ইমেজ নিয়ে সহজেই অন্যরা নেগেটিভ ধারণা করে নিতে পারে। তাই আজকের এই টপিকটা ডিজিটাল ওরিয়েন্টেশনে হেল্প করবে।
বাস্তব আর ভার্চুয়াল নামের গুরুত্ব
আমাদের রিয়েল লাইফে যেমন একটা সুন্দর নাম আছে, তেমনি আমাদের অনলাইন প্রেজেন্সেও একটা ভালো নাম থাকা উচিত। ফেসবুক বা ইমেইলে "অজানা বালক", "ইমোশনাল আজরাইল", "প্রিন্স অমুক" টাইপের নাম রাখলে অনেকেই আপনার ব্যাপারে নেগেটিভ ধারণা করতে পারে। নিজের পরিচয় প্রেজেন্ট করার সময় যেন শ্রদ্ধাশীল থাকি – নামটাও যেন সেই রকম হয়।
প্রোফাইল পিকচার
অনেকেই প্রোফাইল পিকচারে গোলাপ ফুল বা অন্য কোনো ছবির মাধ্যমে নিজেকে প্রেজেন্ট করেন। কিন্তু প্রোফাইল পিকচার হলো নিজের পরিচয় দেওয়ার জায়গা, তাই নিজের একটি ভালো মানের ডিসেন্ট ছবি দেওয়া উচিত। এতে আপনি যে একজন রেস্পন্সিবল ইউজার, সেটা সবার কাছে পরিষ্কার হবে।
পোস্ট করার ব্যাপারে সতর্ক থাকুন
আমরা যা পোস্ট করি, তা সবার কাছে ভালো নাও লাগতে পারে। কিছু পোস্ট বা শেয়ার পার্টিকুলার বন্ধুদের জন্যই রাখা উচিত, যেন আপনার প্রত্যেকটা পোস্ট পাবলিকলি দেখা না যায়। ফ্রেন্ড সার্কেলে পোস্ট করার বিকল্প রয়েছে, তাই নিজের পোস্ট শেয়ার করার ক্ষেত্রে এই বিষয়গুলো খেয়াল রাখুন।
কমেন্ট করার আগে ভাবুন
অনলাইনে কমেন্ট বা মেসেজ পাঠানো সহজ, কিন্তু সেটা পাবলিক প্ল্যাটফর্মে যায়। তাই কমেন্ট বা মেসেজের ভাষা এবং টোন নিয়ে একটু ভেবে নেওয়া ভালো। মনে রাখতে হবে, আপনি যা ভাবছেন, সামনের মানুষটি হয়তো বিষয়টা অন্যভাবে নিতেও পারেন।
ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠানোর আগে ভাবুন
অনেকেই না বুঝে অপরিচিত মানুষকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠিয়ে বসে। ফেসবুক ফ্রেন্ড লিস্টে এড হলেই যেন সব মেয়েদের রিকুয়েস্ট পাঠানো একটা ট্রেন্ড হয়ে গেছে। তবে, ভেবে দেখুন আপনি যাকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠাচ্ছেন, তিনি আসলে তা অ্যাকসেপ্ট করতে চাইছেন কিনা। সবার সম্মান থাকুক আপনার রিকোয়েস্টে।
সময় নষ্ট না করে নিজের সময়কে সেরা বানান!
ডিজিটাল ওয়ার্ল্ডে যথাযথ আচরণের গুরুত্বকে সবার মাঝে ছড়িয়ে দিতে Youman-এর সাথে থাকুন, আর প্রতিদিন শিখুন কিছু নতুন, কিছু ভালো।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন