বেড়াতে গিয়ে শপিং টিপস
ট্যুরে গেলে শপিং তো মাস্ট, তাই না? কিন্তু কন্ট্রোলড থেকে শপিং করলে ট্যুর শেষে আপনার খুশিটা থাকবে ডাবল! কীভাবে করবেন? চলুন, দেখে নেই সহজ ৫ টা টিপস।
নাম্বার ১ - শপিং লিমিট সেট করেন।
শপিংয়ের একটা ইচ্ছা তো থাকেই, তবে ফ্রেন্ডলি রিমাইন্ডার—যা কিনছেন সেটার বিকল্প কি দেশে পাওয়া যায়? যদি যায়, তাহলে ফ্রেশ থাকুন, অতিরিক্ত টানাটানি নাই!
নাম্বার ২ - যা কিনছেন, সঙ্গে আনতে হবে কিন্তু!
কিছু কিনে ফেললেই তো হল না, এখন ভাবুন লাগেজে জায়গা হবে কিনা! আবার যদি এক্সট্রা লাগেজ চার্জ দিতে হয়, তাহলে কিনতে যাওয়ার আগে ক্যালকুলেট করুন—এই দাম অ্যাড করে আসলে কিনতে চান তো?
নাম্বার ৩ - কার্ড না ক্যাশ?
কোথাও ট্রাভেল করে কিছু কিনতে গেলে কার্ড-ক্যাশ নিয়ে একটু প্ল্যান করুন। গ্রামে-গঞ্জে বা পাহাড়ের ছোট দোকানে কার্ড কাজ নাও করতে পারে। আবার বিদেশে থাকলে, এক্সচেঞ্জ রেট ঠিক থাকলে কার্ড ইউজ করাই সহজ।
নাম্বার ৪ - লোকালদের কাছে হেল্প নেন।
আপনার হোটেল স্টাফ, ড্রাইভার বা স্থানীয় কাউকে জিজ্ঞাসা করে নেন যে ঠিকঠাক দাম কী, বা কোথায় সস্তায় পাবেন। চুপ থাকলে পরে আফসোসই হবে, তাই একটু কষ্ট করে হলেও জেনে নিন!
নাম্বার ৫ - আসলেই দরকার কিনা ভাবুন।
জাস্ট ইমাজিন করুন—আপনি ব্যাংককে গিয়ে সুভেনির কিনে ঢাকার বাসায় এনে রেখে দিচ্ছেন! এক্সাইটমেন্টে কিনে ফেললেন ঠিক আছে, তবে যেটা কিনছেন, সেটা সত্যিই দরকার কিনা একটু ভাবলে পরেও পস্তাতে হবে না।
এই ৫ টা টিপস ফলো করলে আপনার শপিং হবে লাভজনক আর ট্যুর হবে স্মার্ট!
লাইফের প্রতিটি দিনকে আরও প্রোডাক্টিভ আর মজার করতে, থাকুন Youman-এর সাথে!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন