ক্রেডিট কার্ডকে বন্ধু বানান
ক্রেডিট কার্ড এখন আমাদের লাইফের পারফেক্ট পার্টনার হতে পারে যদি সঠিকভাবে ইউজ করতে পারি। শপিং, অনলাইন অফার, বিদেশে ভ্রমণ—সব জায়গায় ক্রেডিট কার্ড থাকে একদম হাতের কাছে। কিন্তু এটাকে বন্ধু না বানাতে পারলে, হয়ে যাবে বোঝা ! তো, চলুন জেনে নেই কিভাবে স্মার্টলি ক্রেডিট কার্ডকে বন্ধু বানানো যায়।
ক্রেডিট কার্ডকে বেস্ট ফ্রেন্ড বানানোর ৪টা ইজি স্টেপ।
স্টেপ ১ঃ জেনেশুনে আগান।
কার্ড নেয়ার আগে ব্যাংকের অফার আর টার্মসগুলো ভালোভাবে পড়ুন। কোন কার্ডে কী সুবিধা পাচ্ছেন আর কোন শর্তগুলোতে সাবধানে থাকতে হবে, তা বুঝে নিন। না হলে দেখা যাবে, টার্মস বুঝতে গিয়ে গর্তে পড়ে গেছেন!
স্টেপ ২ঃ পুরো বিল ক্লিয়ার রাখুন।
ক্রেডিট কার্ড মানে তো ব্যাংকের দেওয়া টাকা, তাই না? শুধু মিনিমাম এমাউন্ট পে করলে বাকি টাকাটা দেনা হয়ে থাকবে, আর এটার উপর ব্যাংক ইন্টারেস্ট নেবে। মাস শেষে নিজের অ্যাকাউন্টের সাথে অটো পে সেট করুন, তাহলে বিলের চিন্তা নাই, অটোমেটিক চলে যাবে।
স্টেপ ৩ঃ কেনাকাটায় স্মার্ট থাকুন।
ক্রেডিট কার্ডে অনেক অফার থাকে। যেগুলো কাজে লাগবে, সেগুলো মিস করবেন না। তবে কার্ডের বিল মাথায় রেখেই কেনাকাটা করুন। মাস শেষে স্টেটমেন্ট চেক করে দেখুন কেমন অপ্রয়োজনীয় কেনাকাটা হয়ে গেছে, যাতে পরের মাসে একটু কৌশলী হতে পারেন।
স্টেপ ৪ঃ নিরাপত্তায় কনশাস থাকুন।
ক্রেডিট কার্ড স্ক্যাম কিন্তু এখন অনেক হচ্ছে, তাই কেনাকাটার সময় সতর্ক থাকুন। কার্ডের এ্যানুয়াল ফি আর ইন্টারেস্ট রেটগুলোও মাঝে মাঝে চেক করুন। সব কিছু ঠিক থাকলে নিশ্চিন্তে কার্ড ইউজ করুন।
আরও টিপস ও ট্রিক্স জানতে Youman কমিউনিটিতে জয়েন করুন। লাইফের সব ফাইনান্স টিপস পেয়ে যাবেন একদম আপনার হাতে!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন