প্রিয় মানুষকে প্রপোজ করেন স্মার্টলি
প্রায় সব ছেলেরই জীবনে প্রপোজ করার এই স্টেজটা আসে, কিন্তু নার্ভাসনেসে মনে হয় কিছুই পারবো না! চলেন, নার্ভ সামলাতে কিছু টিপস শেয়ার করি।
১। বি ইউরসেলফ
স্বাভাবিক স্টাইলে থাকুন, কারণ অতিরিক্ত এক্টিং করতে গেলে তা কৃত্রিম মনে হতে পারে। রোমান্টিক কিছু ভাবুন কিন্তু স্বাভাবিকভাবেই নিজেকে প্রকাশ করুন।
২। মেয়েটাকে ভালোভাবে জানুন
আপনার ক্রাশ কিন্তু অন্য কারো মতো না, তাই তার পছন্দ অপছন্দ, পার্সোনালিটি বুঝে যাওয়াটা গুরুত্বপূর্ণ।
৩। ইউনিক প্ল্যান
একটু আলাদা কিছু ট্রাই করুন, যেমন যেখানে প্রথম দেখা হয়েছিল, সেখানে প্রপোজ করার চেষ্টা করতে পারেন। আর যদি একটু ক্রেজি হতে চান, ‘Will You Marry Me’ লেখা টি-শার্ট পরে চমকে দিন!
৪। রোমান্টিক মোমেন্ট তৈরি করুন
একটা সুন্দর রেস্টুরেন্ট বা নদীর পাড়ের পরিবেশে তার প্রিয় গান বাজিয়ে পরিবেশটা রোমান্টিক করে তুলুন। তার মুডও বেশ ফুরফুরে হয়ে যাবে।
৫। স্পেশাল গিফট
একটা ছোট্ট আংটি, কিংবা সুন্দর ফুলের গুচ্ছ দিয়ে তাকে স্পেশাল ফিল করাতে পারেন। সুন্দর গিফট, একটা পারফেক্ট লোকেশন আর সামান্য একটু ক্রিয়েটিভিটি—মিলে কিন্তু প্রপোজটা হয়ে যাবে দুর্দান্ত!
আর এমন মজার টিপস আর হেল্পফুল গাইড পেতে Youman-এর সাথে থাকুন!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন