ট্যুরে গিয়ে ভুল।
ট্যুরে গিয়ে কিছু কমন ভুল আমরা না চাইলেও করে ফেলি, আর তার ফলেই ট্যুরের মজা হয়ে যায় মিস! তো, আসুন আজ জানি ৮টা মেজর ভুল যা ট্রাভেলের আগে মাথায় রাখলে পুরো ভ্রমণটা হয়ে উঠবে ঝামেলামুক্ত আর ফানফিল্ড।
৩ # রুট প্ল্যানিং ফলো করুন
ট্যুরে গেলে নতুন কিছু এক্সপ্লোর করতে ইচ্ছা করবেই, তবে ফিক্সড রুট প্ল্যান রাখুন। বেশি দূর সরে গেলে বাজেট আর সময় দুইটাই বেড়ে যায়!
৪ # দরকারি ডকুমেন্ট চেকলিস্ট
ট্যুরের আগে ভিসা, ডলার এন্ডোর্সমেন্ট, টিকিট এসবের ঝামেলা সারুন। পাসপোর্ট, এনআইডি, ক্রেডিট কার্ড, প্রয়োজনীয় কাগজপত্র সবকিছু ঠিকমতো গুছিয়ে রাখুন। আর টিকিটে অফার থাকলে কনসিডার করে নিতে ভুলবেন না!
৫ # টাইম ডিফারেন্স খেয়াল করুন
বিদেশে গেলে ফোনের টাইম ম্যানুয়ালি চেক করে নিন। সঠিক টাইমের জন্য ফোন আপডেট করে নিন যেন টাইমিং ঝামেলা না হয়!
৬ # মানি এক্সচেঞ্জ প্ল্যান করুন
এয়ারপোর্টে এক্সচেঞ্জ রেট অনেক কম থাকে। তাই কিছু নগদ টাকা সাথে রাখুন, আর বাকি টাকা শহরের এক্সচেঞ্জ হাউজে ভাঙানোই ভালো।
৭ # পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করুন
নতুন দেশে গেলে পাবলিক ট্রান্সপোর্ট বেস্ট অপশন। এতে খরচ বাঁচে আর লোকাল সিকিউরিটিও মেইন্টেন হয়।
৮ # কালচার জেনে যান
নতুন জায়গার কালচার সম্পর্কে একটু হলেও ধারনা রাখুন। না হলে অপ্রস্তুত অবস্থায় পড়তে পারেন। লোকালদের দেখুন, তাদের ফলো করুন, আর নিজের মজা ধরে রাখুন।
ট্যুর প্ল্যান আর ট্রাভেল মিস্টেক নিয়ে আরও টিপস পেতে থাকুন Youman-এর সাথে!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন