ইনভেস্ট করবেন কোথায়?
পার্সোনাল ফাইন্যান্স মেইন্টেন করাটা যেমন ইম্পর্ট্যান্ট, তেমনি সেভিংস করলেই হবে না—স্মার্ট ইনভেস্টমেন্ট করাটাও সমান জরুরি। তবে অনলাইন ঘাঁটলেই দেখি ওয়েস্টার্ন কনটেক্সট নিয়ে হাজার টিপস, যা আমাদের জন্য কাজের না। তাই আজ বলব ঠিক কীভাবে এবং কোথায় ইনভেস্ট করবেন।
কীভাবে আপনার ইনকাম কাজে লাগাবেন? চলুন দেখি সহজ কিছু অপশনঃ-
১ ~ ব্যাংক ডিপিএস
মাসিক কিছু টাকা ব্যাংকের ডিপিএসে রাখতে পারেন। অনেক ব্যাংকের ভ্যারাইটি অফার আছে। নিজের জন্য বেস্ট ডিপিএস প্ল্যানটা বেছে নিন।
২~ সঞ্চয়পত্র
বাংলাদেশে সঞ্চয়পত্র খুবই পপুলার ইনভেস্টমেন্ট অপশন। রিটার্ন ভালো আর সিকিউরিটি একদম অন পয়েন্ট। একটু বেশি রিটার্ন আর সেফটি চাইলে এটা ট্রাই করে দেখতে পারেন।
৩~ শেয়ারবাজার
যদি স্টক মার্কেট নিয়ে ভালো আইডিয়া থাকে, তবে কিছু ইনভেস্টমেন্ট এখানে করতেই পারেন। রিস্ক আছে কিন্তু গুড রিটার্নও পাবেন যদি ঠিকঠাক বুঝে চলেন।
এবার চলুন একটু হাই ভ্যালু ইনভেস্টমেন্টের দিকে নজর দিইঃ-
১ ~ ফার্মিং ইনভেস্টমেন্ট
জমিজমা থাকলে নিজের গ্রামে একটা ছোট ফার্মিং বিজনেসে ইনভেস্ট করতে পারেন। পরিচিত কাউকে পার্টনার বানিয়ে শুরু করলে বেশি কনভেনিয়েন্ট হবে। লাভও ভাল।
২ ~ প্রপার্টি ইনভেস্টমেন্ট
লং টার্মের জন্য সেফ একটা অপশন। প্রপার্টির ভ্যালু সময়ের সাথে সাথে বেড়ে যায়, তাই এই ইনভেস্টমেন্টে আপনি লস করবেন না। লং টার্ম গেইনের জন্য এটা ফিউচার গোল হিসেবেই রাখতে পারেন।
স্টার্টআপ ইনভেস্টমেন্টঃ-
দেশে এখন প্রচুর স্টার্টআপ শুরু হচ্ছে, যাদের ইনভেস্টমেন্ট দরকার। তাই নতুন আইডিয়া বা স্টার্টআপে কিছু ইনভেস্ট করলে বেশ লাভ হতে পারে। তবে আইডিয়াটা আগে যাচাই করে নেবেন।
কমেন্টে জানিয়ে দিন আপনি কোথায় ইনভেস্ট করেছেন আর মানি ম্যানেজমেন্টের আরও টিপস পেতে Youman কমিউনিটিতে জয়েন করুন!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন