ওয়াশ রুম এটিকেট

টপিক দেখে হয়তো অনেকেই নাক সিঁটকাবেন, কিন্তু ওয়াশরুম এটিকেট কোনোভাবেই ইগনোর করার মতো কিছু না। কারণ ওয়াশরুম ব্যবহার আমরা সবাই করি! কিন্তু কজনই বা জানি কিভাবে ব্যবহার করা উচিত? যদি জানেন, খুব ভালো! আর না জানলে বা ভুলে গিয়ে থাকেন, চলুন একটু ঝালাই করে নিই।

বেসিক রুল সহজ - আপনি যেভাবে পরিষ্কার ওয়াশরুম ব্যবহার করতে চান, তেমন রেখেই বের হোন। তবেই ওয়াশরুম থাকবে সুন্দর, সবার জন্য। আর এই সহজ রুলের সাথে কিছু এক্সট্রা টিপস থাকছে আপনার জন্য।

টিপস ১. ওয়াশরুম শুকনো রাখুন:
ব্যবহারের পর কমোডের সিট বা বেসিন ভিজে থাকলে টিস্যু দিয়ে মুছে ফেলুন। পরে যারা ঢুকবেন, তাদের জন্য জায়গাটা যেন থাকে ড্রাই।

টিপস ২. ফ্লাশ মিস করবেন না!
সত্যি বলছি, আপনার ‘শিল্পকর্ম’ কেউ দেখতে চায় না। কাজ শেষে ফ্লাশ করতে ভুলবেন না, এতে সবারই মঙ্গল!

টিপস ৩. টিস্যু যথাস্থানে ফেলুন:
ব্যবহার করা টিস্যু নিয়ে সৌন্দর্যচর্চা করতে হবে না। টিস্যু ডাস্টবিনে ফেলুন। এটা সবার জন্য একটা বেসিক ম্যানার।

টিপস ৪. পাবলিক টয়লেটে দরজায় ধাক্কাধাক্কি না:
টয়লেট বিজি থাকলে ধৈর্য ধরুন। যিনি ভেতরে আছেন, তিনিও আপনার মতোই ব্যস্ত হয়তো! তাই ধাক্কাধাক্কি না করে অপেক্ষা করুন।

টিপস ৫. ঘরের ওয়াশরুমেও পরিষ্কার রাখুন:
আপনার নিজের বাসার ওয়াশরুম হলে রেগুলার ক্লিনিং মেইনটেইন করুন। হালকা এয়ার ফ্রেশনারও ইউজ করতে পারেন যাতে ফ্রেশ ফিল আসে!

স্মার্ট হতে চাইলে, Youman-এর সাথে কানেক্টেড থাকুন! আমাদের সাথে থাকুন আর নিজের জীবনের কাজগুলো সহজ করুন!


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

প্রতিদিনের জীবন সহজ করার ১০টি প্রযুক্তি টিপস

বেড়াতে যাবেন কোথায় ? কেন?

প্যাসিভ ইনকামে ফোকাস