বানিয়ে নিন ইমার্জেন্সি ফান্ড।
বিপদ কখনো বলে আসে না, তাই ইমার্জেন্সি ফান্ড তৈরি করাটা মাস্ট! চলুন দেখি, কিভাবে এই ফান্ড বানাবেন আর এর সুবিধাগুলো কী কী?
ইমার্জেন্সি ফান্ড কী?
ইমার্জেন্সি ফান্ড হচ্ছে সেই সেভিংস, যেটা কোনো হঠাৎ সমস্যা বা জরুরি পরিস্থিতি মোকাবিলায় কাজে লাগবে। আপনি বা আপনার ফ্যামিলির কেউ অসুস্থ হলে, চাকরি চলে গেলে বা করোনার মতো দুর্যোগে পড়লে এই ফান্ড আপনার বাঁচার রাস্তা হতে পারে।
কিভাবে ইমার্জেন্সি ফান্ড তৈরি করবেন?
রেগুলার সেভিংস: ইনকামের একটা অংশ নিয়মিত সেভিংস হিসেবে আলাদা করে রাখুন।
বোনাস বা ইনসেনটিভ: চাকরি থেকে পাওয়া বোনাস বা ইনসেনটিভের টাকা এই ফান্ডে যোগ করুন।
চেঞ্জ সেভিংস: কেনাকাটার সময় যে ভাংতি ফেরত পান, সেটাও এই ফান্ডে জমা করতে পারেন।
ইমার্জেন্সি ফান্ডের টার্গেট পূরণ হলে কি করবেন?
ফান্ডের টার্গেট এমাউন্ট জমা হয়ে গেলেও সেভিংস চালিয়ে যান। অতিরিক্ত টাকা অন্য কোথাও ইনভেস্ট করুন। এই ফান্ড শুধু ইমার্জেন্সি পারপাসে ব্যবহার করুন।
বছরে অন্তত একবার ফান্ডটা রিভিউ করুন:
আপনার অর্থনৈতিক অবস্থা, চাকরি, ফ্যামিলি মেম্বারের সংখ্যা অনুযায়ী ফান্ডের টার্গেট রিভিউ করুন। ইমার্জেন্সি ফান্ড অনেকটা প্যারাস্যুটের মতো। আকাশে ভাসতে ভাসতে যদি কখনো ধপ করে পড়েন, তখন এই ফান্ডই আপনাকে সেফ ল্যান্ডিং দেবে।
মানি ম্যানেজমেন্ট বা আপনার বেসিক ফাইনান্স নিয়ে আরও টিপস পেতে এবং ইমার্জেন্সি ফান্ড নিয়ে জানতে Youman কমিউনিটির সদস্য হন। আমাদের ফলো করুন আর জীবনের প্রতিটি মুহূর্তকে কাজে লাগান।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন