বেতন বাড়ানোর গোপন উপায়

চাহিদার তো কোনো শেষ নেই, এটা ইউনিভার্সাল ট্রুথ! কিন্তু তাই বলে স্যালারি বাড়াতে জব সুইচ করাই একমাত্র অপশন না! চলেন দেখি কিভাবে স্মার্টলি বাড়তি ইনকাম করা যায়।

নিজের রোলটা ঠিকঠাক বুঝুন

প্রথমে ভাবুন আসলে আপনার রোলটা কী? দায়িত্বগুলো ঠিকমতো পালন করছেন তো? যদি না করে থাকেন, তবে বসের এক্সপেক্টেশন বুঝে সেভাবে কাজ করা শুরু করেন।

নিজেকে আপগ্রেড করেন

সময়টা ডিজিটাল, স্কিল আপগ্রেডের বিকল্প নেই! নতুন কোনো সফটওয়্যার, টেকনিক বা আপনার কাজের সাথে ম্যাচ করে এমন স্কিল শিখে নিন। আপগ্রেডেড ভার্সন হওয়া মানে বসের চোখে বোনাস পয়েন্ট পাওয়া।

অতিরিক্ত দায়িত্ব নিন

যখন নিজের কাজে এক্সপার্ট হয়ে যাবেন, তখন টাইম এফিশিয়েন্টও হয়ে উঠবেন। তখন রুটিন কাজের বাইরেও কিছু অ্যাডিশনাল দায়িত্ব নিতে পারেন। এতে প্রেশারের ভার নেয়া মানে নিজের মূল্য বাড়ানো!

সম্পর্কের গুরুত্ব বুঝুন

কেবল দক্ষ হলেই হবে না; যদি আনপ্রফেশনাল কমিউনিকেশন বা বাজে ব্যবহারের জন্য মানুষ আপনাকে অপছন্দ করে। সবাইকে সাথে নিয়ে, সুন্দরভাবে যোগাযোগ রক্ষা করে কাজ করুন।

নিজের এচিভমেন্ট শো অফ করুন

বসের কাছে পারফর্মেন্সের ফিডব্যাক নিন আর সময় মতো এচিভমেন্টগুলো হাইলাইট করুন। এটা আপনার ভ্যালু বাড়াবে আর প্রোমোশনের পথ সহজ করবে!

প্রাপ্যটা চেয়ে নিন

একটা নির্দিষ্ট সময় কাজ করার পর যদি মনে হয় ইনক্রিমেন্ট দরকার, তবে নিজে থেকেই ম্যানেজমেন্টকে কম্পেনসেশন নিয়ে জানিয়ে দিন। নিজের পারফরমেন্স আর মার্কেট ভ্যালু দেখিয়ে স্মার্টলি নিজের স্যালারি বাড়ানোর কথা বলুন।

লাইফে সাফল্য পেতে চান?

মানি ম্যানেজমেন্ট বা আরও টিপস পেতে Youman কমিউনিটিতে জয়েন করুন, আর প্রতিটি মুহূর্তের সঠিক ব্যবহার করুন!


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সারাক্ষণ ক্লান্ত লাগে কেন? সলিউশন এখানে !

ভুয়া অফার থেকে নিজেকে বাঁচানোর স্মার্ট উপায় !

যে কৌশলে সহজে পড়া মনে রাখতে পারবেন