কত স্যালারি চাইবেন? কিভাবে?
স্মার্টলি স্যালারি নেগোশিয়েট করতে চান?
চাকরিতে স্যালারি নেগোশিয়েট করতে হবে, তখন ভয়ে অর্ধেক কথা বলে কাটিয়ে দিলে হবে না। দেখা যাক কিভাবে স্মার্টলি স্যালারি নেগোশিয়েট করা যায়।
২. লজিক্যাল থাকুন: ধরেই নিলেন যে আপনার বর্তমান স্যালারি এক হাজার টাকা। হুট করে পঞ্চাশ হাজার চাওয়াটা একদমই লজিক্যাল না। সাধারনত, বর্তমান স্যালারির চেয়ে ১৫-৩০% ইনক্রিমেন্ট চাইতে পারেন। আর ইনক্রিমেন্ট মানে হলো আগে যেভাবে মোট প্যাকেজ হিসাব করলেন, সেই পুরো প্যাকেজের উপরেই বাড়তি চাইতে হবে।
৩. ইনসাইডার নলেজ নিন: কোম্পানির স্যালারি স্ট্রাকচার কেমন সেটার একটা আইডিয়া থাকলে নেগোশিয়েশনে আপনার জন্য সুবিধা হবে। তাই ওই কোম্পানিতে পরিচিত কেউ থাকলে তার সাথে কথা বলুন। বুঝে শুনে পুরো নেগোশিয়েশনটা স্ট্র্যাটেজিক্যালি এগিয়ে নিতে পারবেন।
৪. বুঝে খেলুন: ইন্টারভিউয়ে সিলেক্ট না হলে কোম্পানি আপনার সাথে স্যালারি নিয়ে বসবে না। তাই মনে রাখুন, আপনাকে অলরেডি শর্টলিস্ট করা হয়েছে। কোম্পানি যদি আপনাকে নিতে চায়, তবে নেগোশিয়েশনটা হিসাব করে, স্টেপ বাই স্টেপ করুন।
৫. কনফিডেন্ট থাকুন: আপনার সাথে যদি স্যালারি নেগোশিয়েশন শুরু হয়, তার মানে আপনি এলিজিবল। লজ্জা বা ভয় ছাড়াই এক্সপেক্টেশন নিয়ে কথা বলুন। মনে রাখুন, দিনশেষে আপনি দক্ষতা, সময় আর শ্রম বিক্রি করছেন, আর ওরা সেটা কিনতে চায়।
এই কয়েকটা স্টেপ ঠিকমতো ফলো করলে স্যালারি নেগোশিয়েশন হয়ে যাবে আরও ইজি!
সফল হতে হলে রিয়েল হ্যাকস দরকার, তাই না? Youman ফলো করুন আর স্মার্টলি নিজের স্কিল আর লাইফ ইম্প্রুভ করুন!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন