স্টুডেন্ট লাইফে স্কিল শেখা মানেই ফিউচারে লিডারশিপ
স্টুডেন্ট লাইফে শুধু পড়াশোনা নয়, কিছু জরুরি স্কিলও শিখে নিতে হয় যেগুলো ভবিষ্যতে অনেক কাজে আসবে। এই ভিডিওতে আমরা সেই স্কিলগুলো নিয়েই কথা বলব।
প্রথমেই আসে ইংরেজিতে কথা বলা ও লেখার স্কিল। যতই ইগনোর করতে চান, ইংরেজি জানতেই হবে। যদি পড়াশোনার জন্য দেশের বাইরে যেতে চান বা ভালো একটা ক্যারিয়ার গড়তে চান, ইংরেজিতে দক্ষতা জরুরী । একটা ফ্রেন্ড সার্কেল তৈরি করুন যেখানে ইংরেজিতে কথা বলার প্র্যাকটিস করবেন। শুরুতে ভুল হবে, কিন্তু ধৈর্য ধরে চালিয়ে গেলে পারফেক্ট হয়ে যাবেন।
এরপর আসি প্রেজেন্টেশন স্কিলের কথায়। প্রেজেন্টেশন স্কিল ভালো না হলে আপনি নিজের অর্জনগুলো ঠিকমতো তুলে ধরতে পারবেন না। যদি আপনার কাজের পুরো ক্রেডিট অন্য কেউ নিয়ে নেয়, তাহলে আপনি সারাজীবন পিছিয়ে থাকবেন। তাই স্টুডেন্ট লাইফ থেকেই প্রেজেন্টেশন দেওয়ার প্র্যাকটিস শুরু করে দিন।
এছাড়া, কিছু জায়গায় ভলান্টিয়ার হিসেবে কাজ করার চেষ্টা করুন। চাকরির আগে প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স পাবেন, যা পরে কাজে আসবে। স্টুডেন্ট লাইফে অর্গানাইজেশনে ইন্টার্নশিপ করলে অর্গানাইজেশন কালচার বুঝতে পারবেন, যা ক্যারিয়ার বিল্ড করতে বেশ সাহায্য করবে।
Youman-এর সাথে থাকুন, পেয়ে যান প্রয়োজনীয় সব রিসোর্স আর গাইডলাইন! আমাদের ফলো করুন আর প্রতিদিন কিছু নতুন শিখে নিজের জীবনকে স্মার্টলি গড়ে তুলুন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন