হোটেল রুমের নিয়ম কানুন।
হোটেলে থাকার কিছু বেসিক নিয়ম জেনে রাখলে, পুরো ট্রিপটা হয় রিল্যাক্সড আর ঝামেলাহীন। চলুন, হোটেল রুমের কিছু টিপস দেখে নেই যা ফলো করলে আর কোনো বিব্রতকর অবস্থায় পড়তে হবে না।
চেক-ইন আর চেক-আউট টাইম বুঝে নিন
হোটেল রুমের টাইম কাউন্টিং শুরু হয় চেক-ইন টাইম থেকে। বেশিরভাগ হোটেলে চেক-ইন থাকে দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত, আর চেক-আউটও সেম টাইমে। এটার বাইরে গেলে এক্সট্রা চার্জও লাগতে পারে, তাই টাইম মাথায় রাখবেন।
রুম চেক করে নিন
রুমে ঢুকেই এসি, টিভি, আর বাথরুমের ফিটিংস সব চেক করে নিন। যদি কিছুর সমস্যা থাকে, ইমিডিয়েটলি রিসেপশনে জানিয়ে ফিক্স করে ফেলুন।
কম্পলিমেন্টারি আর পেইড জিনিস বুঝে নিন
কী কী কম্পলিমেন্টারি দেয়া হয়েছে, সেটা আগেই ক্লিয়ার করে নিন। কিছু হোটেলে কম্পলিমেন্টারি লিখে রাখা থাকে, কিন্তু চকলেট, ড্রিঙ্কস বা স্ন্যাকস বেশিরভাগ সময়েই পেইড থাকে।
বাথরুম প্রসাধনী ইউজ করতে ভয় নেই
হোটেলের বাথরুমের প্রসাধনী সামগ্রী আপনার ইউজের জন্য। যেগুলো ফুরিয়ে গেলে রিসেপশন থেকে এক্সট্রা চাইতে পারেন।
ব্রেকফাস্ট টাইম মিস করবেন না
হোটেলে ব্রেকফাস্টে নির্দিষ্ট টাইম থাকে। সাধারণত ১০টার পরে সার্ভ হয় না, তাই সময়মতো ব্রেকফাস্ট করতে যাবেন।
মূল্যবান জিনিস লকারে রাখুন
বাইরে যাওয়ার আগে মূল্যবান জিনিসপত্র হোটেলের লকারে রেখে যান। লকার না থাকলে রিসেপশনে জমা দিয়ে রিসিট নিয়ে রাখতে পারেন।
রুম সার্ভিস টাইম জানা থাকুক
একদিনের বেশি থাকলে হোটেল স্টাফ প্রতিদিনই নির্দিষ্ট সময় রুম সার্ভিসে এসে রুম পরিষ্কার করবে। এসময়টা বুঝে নিলে আপনারও সুবিধা হবে।
এই টিপসগুলো ফলো করে সহজে আপনার হোটেল ট্রিপকে করুন ঝামেলাহীন! এ রকম আরও হেল্পফুল টিপস পেতে Youman-এর সাথে থাকুন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন