দ্রুত লোন পরিশোধের উপায়

আমরা প্রায়ই কিছু অতিরিক্ত লোন নিয়ে থাকি। কখনো ছোট, কখনো বড়, কিন্তু এসব লোনের মাসিক কিস্তি পরিশোধ করতে করতেই আমাদের ইনকাম চলে যায়। কিন্তু চিন্তা করবেন না! কিছু স্মার্ট টেকনিক ফলো করলে খুব সহজেই আপনার লোনগুলো ফাস্ট ট্র্যাক এ পরিশোধ করতে পারবেন।

প্রথমে নিজের লোনের হিসাব ঠিকঠাক করুন

লাইফের বিভিন্ন সময়ে লোনের প্রয়োজন হয়, কিন্তু সমস্যা তখন হয় যখন আপনি ঠিক বুঝতে পারেন না কতগুলো লোন, কিভাবে আর কতদিন ধরে পরিশোধ করতে হবে। ধরুন, আপনার তিনটা লোন আছে – একটা ১০০ টাকা, একটা ১০০০ টাকা আর একটা ৫০০০ টাকার। সব মিলিয়ে আপনি প্রতি মাসে ২০ টাকা করে তিনটা লোনের কিস্তি পরিশোধ করছেন। এখন একেবারে সোজা টেকনিক ফলো করলে আপনি দ্রুত এই লোনগুলো পরিশোধ করতে পারবেন।

স্ট্র্যাটেজি ১: কিস্তি বাড়িয়ে দিন

ধরি, আপনার প্রতিটা লোনের কিস্তি ছিল ২০ টাকা। কিন্তু আপনি যদি প্রতি লোনে ৫০ টাকা করে দেন, তাহলে সহজেই ছোট লোনগুলো দ্রুত শেষ হয়ে যাবে। উদাহরণস্বরূপ, যদি আপনি ৫০ টাকা দিলেন, তাহলে প্রথম লোন (১০০ টাকা) দুই মাসেই ক্লোজ হয়ে যাবে।

স্ট্র্যাটেজি ২: বাকি টাকা বড় লোনে ঢালুন

এখন যেহেতু প্রথম লোনটা এক্সট্রা টাকা দিয়ে দ্রুত শোধ হয়ে গেল, বাকি ৫০ টাকা দিয়ে বড় লোনগুলোর কিস্তি বাড়িয়ে দিন। ৫০০০ টাকা লোনের জন্য এটা হবে বড় একটা অ্যাডভান্টেজ, কারণ আপনি আগে ৫ টাকার জায়গায় ৫০ টাকা দেয়ার মাধ্যমে শোধের সময়টা কমিয়ে ফেলতে পারবেন।

স্ট্র্যাটেজি ৩: প্ল্যান অনুযায়ী চলুন

ধরি, আপনার ১০০০ টাকার লোন ছিল এবং যদি আপনি ৫৫ টাকা প্রতি মাসে দেন, তবে ১৮ মাসে সেটা শোধ হয়ে যাবে, কিন্তু আগে ৫ টাকা দেয়ার ফলে চার বছরে শেষ হতো! তাই, এই পদ্ধতিতে দেড় বছরের মধ্যে প্রায় সমস্ত লোন শেষ হয়ে যাবে।

এক্সট্রা টিপ: ভবিষ্যতের জন্য সেভিংস

লোন পরিশোধের পর, বাকি টাকা সেভিংস বা ইনভেস্টমেন্টে ঢালুন। আগামী দিনে কোন বিপদে পড়লে বা উজ্জ্বল ভবিষ্যতের জন্য এটা কাজে আসবে।

এভাবে আপনি সহজেই নিজের ফাইনান্স ম্যানেজ করতে পারবেন, সময়ের আগেই লোন পরিশোধ করতে পারবেন, এবং ভবিষ্যতের জন্য কিছু সেভিংসও রাখতে পারবেন।

ইউম্যান কমিউনিটিতে জয়েন করুন

ফাইনান্সের এসব টিপস ও আরো মজার মজার বিষয় জানতে ইউম্যান কমিউনিটির সদস্য হতে পারেন। আমাদের ফলো করুন এবং জীবনকে আরও মজাদারভাবে উপভোগ করুন!


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সারাক্ষণ ক্লান্ত লাগে কেন? সলিউশন এখানে !

ভুয়া অফার থেকে নিজেকে বাঁচানোর স্মার্ট উপায় !

যে কৌশলে সহজে পড়া মনে রাখতে পারবেন