বয়স বেড়ে যাচ্ছে? থামিয়ে দিন এখনই!
“গুপি বাঘা ফিরে এল” মুভিটা মনে আছে? যেখানে গুপি আর বাঘাকে এক দুষ্ট তান্ত্রিক বলে বয়স কমিয়ে দিবে, কিন্তু ভুতের রাজা বুঝিয়ে দেয় যে বয়স ধরে রাখা যায় না। বরং বয়স বাড়ার সাথে সাথে বাড়ে অভিজ্ঞতা আর আসল সৌন্দর্য্য।
ঠিক আছে, বয়স থামানো যাবে না, কিন্তু যদি একটিভ ইয়াং বয়সেই দেখেন আপনার মুখে বলিরেখা পড়ছে, চুলে সাদা ছোঁয়া, বা খুব সহজেই হাঁপিয়ে যাচ্ছেন - তো বুঝতেই পারছেন কিছু সমস্যা হচ্ছে।
বয়স বাড়া ন্যাচরাল, কিন্তু বয়সের আগে বুড়িয়ে যাওয়া?
ইয়ার্লি এজিং-এর লক্ষণ:
বয়স ৩০ পেরোলে আমাদের স্কিনের প্রোটিন কমতে থাকে। কিন্তু যদি মাত্র ৩৫ এর আগে থেকেই স্কিনে লাল-কালো স্পট, চামড়ায় কুঁচকানো, বা চুল পড়া শুরু হয়, তো সাবধান! আপনি হয়তো প্রি-ম্যাচিউর এজিং-এর দিকে যাচ্ছেন।
কেন এমন হয়?
ম্যাক্সিমাম কারণ হলো আমাদের লাইফস্টাইলে কিছু বাজে অভ্যাস। যেমন, স্মোকিং, অতিরিক্ত এলকোহল বা ক্যাফেইন। এগুলো স্কিনের প্রোটিন নষ্ট করে। বেশি চিনি বা সান এক্সপোজারও স্কিন ড্যামেজের জন্য দায়ী। তাছাড়া অনিয়মিত ঘুম, মানসিক চাপ, আর দূষণ তো আছেই।
সমাধান কি?
চিন্তা নেই, সমাধান তো অবশ্যই আছে। কয়েকটা রেগুলার হ্যাবিট ডেভেলপ করে নিজের ইয়াং লুক ধরে রাখতে পারেন।
১. ঘুমাতে হবে নিয়ম করে: একটা স্পেসিফিক টাইমে ঘুমান আর ওঠার চেষ্টা করুন, এমনকি ছুটির দিনেও!
২. সান প্রোটেকশন: সূর্যের আলট্রাভায়োলেট রে থেকে বাঁচতে টুপি, সানগ্লাস, ফুল হাতার শার্ট, আর সানস্ক্রিন ব্যবহার করুন।
৩. খাওয়া-দাওয়া হেলদি রাখতে হবে: এলকোহল, কফি আর সুগার কমান। ভেজি আর ফ্রুটস ইট ব্যালান্সড ডায়েটে রাখুন।
এই সিম্পল টিপস ফলো করে থাকতে পারেন ইয়াং আর এনার্জেটিক। আর হ্যাঁ, আরও মজার হেলথ, ক্যারিয়ার, আর লাইফস্টাইল টিপস পেতে Youman কমিউনিটিতে জয়েন করুন, আমাদের ফলো করুন!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন