কিভাবে হোটেল বুকিং

হোটেল বুকিং করতে গেলে কিছু স্মার্ট টিপস জানা থাকলে বাজেটেও ভালো ডিল পাওয়া যায়। চলুন দেখে নেই কীভাবে ইজি স্টেপে মনের মতো হোটেল ফাইনাল করবেন।

১. বাজেট বুঝে বুকিং দিন
আপনি যদি বেশি বাইরে ঘুরতে চান, কম বাজেটের হোটেল নিলেই চলে। আর যদি ফোকাস রিলাক্সেশনে থাকে, তাহলে একটু বেশি খরচ করে আরামদায়ক হোটেল খুঁজুন।

২. কম্পলিমেন্টারি ব্রেকফাস্ট চেক করুন
বেশিরভাগ হোটেলে কম্পলিমেন্টারি ব্রেকফাস্ট দেয়, যেটা খুবই কাজে আসে। সকালে ব্রেকফাস্ট নিয়ে দৌড়াদৌড়ি করার দরকার নেই!

৩. এয়ারপোর্ট ট্রান্সপোর্ট খোঁজ নিন
অনেক হোটেল এয়ারপোর্ট পিকআপের ব্যবস্থা রাখে। এটাই নিলে এয়ারপোর্ট থেকে হোটেলে যাওয়ার খরচটা বেঁচে যাবে।

৪. বুকিং ওয়েবসাইটে আগে প্রাইস চেক করুন
আজকাল অনেক বুকিং সাইটে হোটেল আর এয়ার টিকিট একসাথে পাওয়া যায়। আগে থেকে চেক করে প্রাইস সম্পর্কে আইডিয়া নিয়ে বুকিং দেন।

৫. ডিসকাউন্ট ফিক্স করুন
হোটেলের রেট প্রায়ই ফিক্সড থাকে না, ডিসকাউন্ট মওজুদ থাকে। বেস্ট ডিলটা নিচ্ছেন কিনা কনফার্ম করে নিন।

৬. ছবি না, রিভিউ দেখুন
ওয়েবসাইটের ছবিতে না গিয়ে রিভিউ দেখে ডিসিশন নিন। আসল অভিজ্ঞতা রিভিউতেই বুঝতে পারবেন।

এই টিপসগুলো ফলো করে ট্রাভেল প্ল্যান আরও ইজি আর বাজেট ফ্রেন্ডলি করতে পারবেন! এমন আরও হেল্পফুল টিপসের জন্য Youman-এর সাথে কানেক্টেড থাকুন।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সারাক্ষণ ক্লান্ত লাগে কেন? সলিউশন এখানে !

ভুয়া অফার থেকে নিজেকে বাঁচানোর স্মার্ট উপায় !

যে কৌশলে সহজে পড়া মনে রাখতে পারবেন