নতুন চাকরি নেবার আগে ভাবুন?
চাকরি চেঞ্জ করব নাকি একই কোম্পানিতে থাকব? সহজে জানতে পড়ে নিন!
একটা চাকরি নিয়ে থাকা ভালো, নাকি বারবার বদলানো বেটার? আসলে এক লাইনে উত্তর দেয়া সম্ভব না। চলো দেখে নেই কোনটা করলে কীভাবে লাভ হয়।
১. প্রথম চাকরিতে স্টেবিলিটি রাখা জরুরি: ক্যারিয়ারের শুরুতে প্রথম কোম্পানিতে কিছু সময় কাটানো উচিত। প্রথম ৩ বছর টানা কাজ করলে কাজ আর কোম্পানি কীভাবে চলে, পুরোটা ধরতে পারবেন। এই এক্সপেরিয়েন্স ভবিষ্যতে হেল্প করবে।
২. ঘন ঘন চাকরি চেঞ্জ করলেই সমস্যা: আজ ছয় মাস এক জায়গায়, কাল তিন মাস অন্যখানে—এভাবে ছোট ছোট কাজের এক্সপেরিয়েন্স সিভিতে খুব একটা লাভ দেয় না। ইন্টারভিউয়ার ভাববে, আপনি রিস্কি এমপ্লয়ি, যে কোনো সময় চাকরি ছেড়ে দিবেন। সুতরাং, একটু সময় নিয়ে, পরে বেটার সুযোগ খুঁজুন।
৩. কোম্পানি বদলানোর ক্ষেত্রে ফোকাস রাখুন: একই কোম্পানিতে কিছুদিন থাকার পর দেখুন, এতদিনে যে এক্সপেরিয়েন্স পেয়েছেন, তার ভিত্তিতে ভালো সুযোগ কোথায় পাবেন। যে কোম্পানিতে আছেন তার চেয়ে একটু উন্নত কোম্পানি টার্গেট করা উচিত।
৪. শুধু সেলারির পেছনে দৌড়াবেন না: নতুন জায়গায় বেশি টাকা পাচ্ছেন ঠিকই, কিন্তু ক্যারিয়ারের ভবিষ্যত আছে কি? সেলারি বাড়ার সাথে ক্যারিয়ারও কীভাবে ডেভেলপ হচ্ছে, সেটা মাথায় রাখতে হবে।
৫. ইন্ডাস্ট্রি চেঞ্জে সতর্ক থাকুন: ধরুন, প্রথমে ব্যাংকে, এরপর এফএমসিজি, তারপর আইটি ফার্ম—এই ধরনের এক্সপেরিয়েন্স সিভিতে খুব এলোমেলো দেখায়। এতে মনে হতে পারে, আপনার ক্যারিয়ারে ফোকাস নেই। এক জায়গায় ভালোভাবে সেটেল হওয়া দরকার।
৬. জব রোল চেঞ্জেও ভাবনা রাখা জরুরি: একবার এডমিন, একবার সেলস, একবার ফাইন্যান্স—এই জগাখিচুড়ি এক্সপেরিয়েন্স পরের চাকরিতে ঝামেলা হয়ে দাঁড়াতে পারে। প্রথম দিকেই কোন দিকে যাবেন ঠিক করে ফেলুন।
সো, ভাবুন চাকরি চেঞ্জ করবেন নাকি সেম জায়গায় স্টেবল থাকবেন? কমেন্টে আপনার ভাবনা জানান, হয়তো আপনার অভিজ্ঞতাই অন্যদের হেল্প করবে!
সময় নষ্ট না করে নিজের সময়কে সেরা বানান! Youman-এ আসুন আর আমাদের সাথে নতুন কিছু শিখুন প্রতিদিন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন