রেস্টুরেন্ট এর নিয়ম কানুন

রেস্টুরেন্টে খেতে গেলে মজার মজার খাবারের সাথে একটা কুল এটিকেট মেইনটেইন করলে অভিজ্ঞতা আরও স্মুথ হয়। চলুন, দেখে নেই কীভাবে রেস্টুরেন্ট এটিকেট ফলো করবেন!



১. ধৈর্য ধরুন, ওয়েটার আসবেই!
ওয়েটার আসতে একটু দেরি করলে চিন্তা নেই। ধৈর্য ধরে অপেক্ষা করুন, আর যদি খুব দরকার হয়, হাত তুলে একটু সিগন্যাল দিতে পারেন।

২. পপুলার আইটেম জানতে চেয়ে নিন
মেনু দেখে কনফিউজড হলে ওয়েটারের কাছ থেকে রেস্টুরেন্টের জনপ্রিয় আইটেম নিয়ে আইডিয়া নিন। উল্টাপাল্টা অর্ডার করে আফসোস করার দরকার নেই!

৩. অন্যদের বিরক্ত করবেন না
রেস্টুরেন্টে গিয়ে এমন কিছু করবেন না যাতে অন্যরা বিরক্ত হয়। হ্যাঁ, বন্ধুদের সাথে মজা করতে পারেন, তবে সেটা একটু কন্ট্রোল করে, যেন আশেপাশের মানুষগুলোও আরামে থাকতে পারে।

৪. বিলিং রুলস ফলো করুন
খাওয়াদাওয়া শেষ? আরও ১৫-২০ মিনিট গল্প করে কাটাতে পারেন। এরপর ওয়েটারকে বিল দিতে বলুন, আর বিল পরিশোধ করে ফ্রেশ মুডে বেরিয়ে আসুন।

এমন আরও ইন্টারেস্টিং টিপস জানতে Youman-এর সাথে কানেক্টেড থাকুন!


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সারাক্ষণ ক্লান্ত লাগে কেন? সলিউশন এখানে !

ভুয়া অফার থেকে নিজেকে বাঁচানোর স্মার্ট উপায় !

যে কৌশলে সহজে পড়া মনে রাখতে পারবেন