রিটারমেন্টের প্লানে আনেন চেঞ্জ

ধরা যাক, আপনি একদিন রিটারমেন্টের পর জীবন উপভোগ করতে চান। কিন্তু শুধু পেনশন বা সেভিংসের ওপর নির্ভর করে সেটি সম্ভব নয়। করিম সাহেবের গল্পটা জানেন তো? রিটারমেন্টের পর প্রভিডেন্ট ফান্ডের টাকা দিয়ে একটি ছোট বাড়ি বানালেন মফস্বল শহরে। কিন্তু তার ছেলেমেয়েরা যখন নিজেদের জীবনে ব্যস্ত, তখন সেই বাড়ি আর কেউ দেখতেও আসেনি। শেষে বাড়ি বিক্রি হয়ে গেল, আর তার কষ্টের সেই স্মৃতি হারিয়ে গেল।

রিটারমেন্টের পর খালি আবেগে চলবেন না

আমরা অনেকসময় ক্যারিয়ারের শেষ দিকে এসে আবেগপ্রবণ হয়ে যাই, এবং সেই আবেগের কারণে ভবিষ্যতের জন্য প্রাকটিক্যাল ভাবনা রাখতে ভুলে যাই। এখন থেকেই সেটি ঠিক করতে হবে।

সেভিংসের সঠিক প্ল্যান করুন

আপনি যদি রিটারমেন্টের পর ভালোভাবে জীবন কাটাতে চান, তাহলে সেই লাইফস্টাইল বজায় রাখার জন্য আগেভাগেই যথেষ্ট সেভিংস করে রাখুন। একবার সেভিংসের পরিমাণটা বুঝে নিন, যাতে বুঝতে পারেন রিটারমেন্টের পর আপনার মাসিক খরচ কত হবে। খেয়াল রাখবেন যে, আপনার সেভিংসটা এমনভাবে গড়ে তুলবেন যাতে তা দীর্ঘমেয়াদে কার্যকরী হয়।

লিকুইড অ্যাসেট রাখুন

রিটারমেন্টের টাকায় ফিক্সড অ্যাসেট (যেমন বাড়ি) বানানোর থেকে, যদি সম্ভব হয়, লিকুইড অ্যাসেট রাখুন। কারণ, আপনি যদি লিকুইড অ্যাসেট রাখেন, তাহলে যখন প্রয়োজন হবে তখন সেটি ব্যবহার করতে পারবেন।

জীবনের আনন্দটা উপভোগ করুন

রিটারমেন্টের পর নিজের জীবনে একটু আনন্দ অবশ্যই প্রয়োজন। পরিবার নিয়ে ভ্রমণে যান, বন্ধুদের সাথে সময় কাটান, এবং নিজের শখের ওপর কিছুটা খরচ করুন।

কোনো নির্ভরতা নয়

এটা নিশ্চিত করুন যে, আপনার রিটারমেন্টের পর আপনি কোনো একক ব্যক্তি বা সিস্টেমের ওপর নির্ভরশীল না হয়ে জীবন কাটাতে পারেন। সুতরাং, যখন এখনই সময়, ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিন।

আজকের ব্লগটি এখানেই শেষ। আর যদি মানি ম্যানেজমেন্ট বা বেসিক ফাইনান্স সম্পর্কে আরো মজার টিপস জানতে চান, তাহলে Youman কমিউনিটির সদস্য হতে পারেন। আমাদের ফলো করুন এবং জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করুন!


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

প্রতিদিনের জীবন সহজ করার ১০টি প্রযুক্তি টিপস

বেড়াতে যাবেন কোথায় ? কেন?

প্যাসিভ ইনকামে ফোকাস