দেনা কমানোর সহজ উপায়
আমরা সবাই জানি, একজন পুরুষের জীবনে অনেক ধরনের দায়িত্ব থাকে—কিন্তু দেনার দায়িত্বটা অনেক সময় একটু বেশি চ্যালেঞ্জিং হয়ে যায়। আর হ্যাঁ, একটু পরিকল্পনা করলে দেনাগুলোর চাপ অনেকটাই কমানো সম্ভব। আজকে জানাবো, কিভাবে আপনি আপনার দেনাগুলো স্মার্টলি ম্যানেজ করবেন।
কেন দেনা হয়?
এটা খুবই সোজা। যখন আপনার হাতে থাকা টাকার চেয়ে খরচ একটু বেশি হয়, তখনই দেনা করতে হয়। যেমন, নতুন গাড়ি কিনবেন, ফ্ল্যাট বুক করবেন, এমনকি নিজের কোনো ইম্পরট্যান্ট খরচও যখন বাজেটের বাইরে চলে যায়, তখন এই দেনা হয়।
দেনার প্ল্যান তৈরি করুন
প্রথমেই, আপনার কোন লোন কোথায় আছে, তার একটা চিত্র খুব ভালোভাবে মাথায় রাখুন। জানবেন কত টাকা দেনা, সেটা পরিশোধ করতে কতো সময় লাগবে, আর সেই দেনা শেষ হলে আপনার কী আর্থিক অবস্থান হবে। এটা নিয়ে নিজের মধ্যে একটা স্পষ্ট ধারণা থাকতে হবে। কারণ, আপনার কাছে যে টাকা আছে, সেটা গর্ব করার বিষয় নয়, বরং জানার বিষয়।
লোন পরিশোধের জন্য স্ট্র্যাটেজি তৈরি করুন
ধরা যাক, আপনি গাড়ি কিনছেন, আর তার জন্য লোন নিয়েছেন। মাসে মাসে কিস্তি পরিশোধ করতে করতে যদি আপনি কিছুটা চাপে পড়েন, তবে আগে থেকেই একটা প্ল্যান তৈরি করে নিন। মাসিক যাতায়াতের খরচ কমিয়ে, সেখান থেকে যে টাকা বাঁচবে, তা দিয়ে লোনের কিস্তি বাড়িয়ে নিন। এভাবে দ্রুত লোন শোধ করতে পারবেন। আর যত তাড়াতাড়ি ব্যাংক লোন শোধ করবেন, ততই ফাইনান্সিয়ালি স্বাধীনতার দিকে এগিয়ে যাবেন।
আরেকটা জরুরি ব্যাপার: ব্যালেন্স রাখুন
যতদিন আপনার কোনো দেনা আছে, ততদিন কোনো বাড়তি খরচ না করা সবচেয়ে ভালো। মানে, পকেটে টাকা থাকলেই দোকানে গিয়ে ইচ্ছামতো শপিং করা নয়। খাবারে, আড্ডায় একটু কম খরচ করুন। নিজের প্রয়োজন মেটাতে যতটুকু খরচ করেন, বাকি টাকা দিয়ে লোন শোধ করার দিকে মনোযোগ দিন। একদম ব্যালেন্স রাখতে হবে, যাতে দেনা শোধ শেষ হলে আপনি একদম ফ্রি হয়ে যেতে পারেন।
এটা করতে পারলে, আপনি বুঝতে পারবেন যে দেনা ম্যানেজমেন্ট খুব কঠিন কিছু নয়, শুধু একটু প্ল্যানিং এবং ডিসিপ্লিন প্রয়োজন।
শেষ কথা
আপনার ফাইনান্সিইয়াল লাইফ স্টাইল ব্যালেন্স করাটা অনেক গুরুত্বপূর্ণ। নিজের দেনাগুলো যতটুকু ফোকাস দিয়ে শোধ করবেন, ততটা দ্রুত আপনি নিজের আর্থিক স্বাধীনতা ফিরে পাবেন।
আর যদি মানি ম্যানেজমেন্ট বা বেসিক ফাইনান্স নিয়ে আরো মজার টিপস পেতে চান, তো Youman কমিউনিটির সঙ্গে থাকুন। আমাদের ফলো করুন আর জীবনের প্রতিটি মুহূর্তে একটু বেশি ফোকাস দিয়ে উপভোগ করুন!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন