ব্যাস্ত দিন ম্যানেজ হবে সহজেই।

আমরা সবাই এমন একটা দুনিয়ায় আছি, যেখানে ব্যস্ত থাকাই যেন ভালো থাকার প্রমাণ! তাই কীভাবে একটা হাইপার ব্যস্ত দিন ম্যানেজ করবেন, সেটা নিয়েই আজকে কথা।

স্টেপ ১: একটা ডেইলি টু-ডু লিস্ট বানান
ব্যস্ত যতই থাকেন না কেন, রোজকার কাজগুলোর একটা লিস্ট বানান। শুধু ঘুম থেকে উঠে সোজা কাজ শুরু করবেন না! দিনটাকে ব্রেকডাউন করুন - কতটুকু কাজ, কতটুকু ফ্যামিলি টাইম।

স্টেপ ২: যেটা ভালো লাগে, সেটাতে সময় দিন
প্রচুর কাজের চাপ? ঠিক আছে, ফোকাসটা দিন সেই কাজে, যেটা আপনাকে এনজয়মেন্ট দেয়। নিজেকে একটু একটু করে এক্সপোজ করুন, আর কাজগুলো সুন্দর করে গুছিয়ে নিন।

স্টেপ ৩: সফলতার জন্য স্মার্ট ওয়ার্ক
অবশ্যই, সফল হতে হলে পরিশ্রম করতেই হবে। কিন্তু সেটা মাথায় রেখে, প্ল্যান ছাড়া ২৪ ঘণ্টা শুধু কাজ করে গেলেই হবে না। দেখুন তো যাদের আপনি ফলো করেন তারা কেমনভাবে কাজ করেন। তাদের কাছ থেকে শিখে নিজের লাইফে ইমপ্লিমেন্ট করুন।

স্টেপ ৪: ডেইলি প্ল্যান আগে থেকে ফিক্স করুন
আগের রাতে চিন্তা করে রাখুন, কাল কী কী করবেন। আপনার ক্যালেন্ডার বা ডায়েরিতে সিম্পল করে লিখে রাখুন পরদিনের প্ল্যান। এতে কনফিউজড লাগবে না, আর দিনটা অনেক ইজি যাবে।

এমন মজার আরও টিপস পেতে Youman-এর সাথে কানেক্ট থাকুন।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

প্রতিদিনের জীবন সহজ করার ১০টি প্রযুক্তি টিপস

বেড়াতে যাবেন কোথায় ? কেন?

প্যাসিভ ইনকামে ফোকাস