টাইম ম্যানেজমেন্ট হোক সহজেই!

টাইম ম্যানেজমেন্ট।

সহজ টিপস যা আপনার হাতে!

আমরা সবাই জানি, টাইম ম্যানেজমেন্ট করতে গিয়ে হিমশিম খাই। তবে কয়েকটা সিম্পল টিপস মেনে চললেই দেখবেন, টাইম ম্যানেজমেন্ট হয়ে যাবে আপনার হাতের মুঠোয়।

আজকে শেয়ার করব টাইম ম্যানেজমেন্ট করার কিছু বেসিক টিপস।

১. গোল অফ রিওয়ার্ড সেট করুন

মনে করুন, আপনার লক্ষ্যটা কী? আর এই লক্ষ্যপূরণে আপনি কী পুরস্কার পাবেন? বা নিজের জন্য কী রিওয়ার্ড ঠিক করবেন? যদি এই দুইটা আগে থেকেই ঠিক করে ফেলেন, টাইম ম্যানেজমেন্ট আরও সহজ হবে। রিওয়ার্ড আপনার জন্য একটা মটিভেশন হতে পারে।

২. প্রায়োরিটি সেট করুন

প্রথমেই ঠিক করুন, কোন কাজটা এখনই করবেন, আর কোন কাজটা পরে করবেন। কাজগুলোকে প্রয়োজনীয় ভাগে ভাগ করে একটা প্রায়োরিটি লিস্ট বানান। দেখবেন, এভাবে কাজগুলো ক্লিয়ার হয়ে যাবে। চেষ্টা করে দেখুন!

৩. ডেলিগেট করুন

ছোট ছোট কাজগুলো একা একা করে আপনার সময় নষ্ট করতে হবে না। এগুলো কাউকে দিয়ে করুন, যাতে আপনি আপনার মূল কাজগুলোতে ফোকাস করতে পারেন। ডেলিগেটিং করার মাধ্যমে আপনি সময় বাঁচাতে পারবেন এবং কাজগুলো মিসও হবে না।

৪. ছোট ছোট চেঞ্জ দিয়ে শুরু করুন

ভাবুন তো, যদি একদিন সকালে ৫টায় উঠে শুরু করেন, তাহলে আপনার দিনটা কতটা প্রোডাকটিভ হবে! তবে যদি সেটা হঠাৎ না করতে পারেন, তাহলে ১০ মিনিট আগে উঠে শুরু করুন। এই ছোট্ট পরিবর্তন আপনাকে সামনের দিনগুলোতে ভোরে উঠতে সাহায্য করবে।

৫. ডেডলাইন সেট করুন

ডেডলাইন না থাকলে কোনও কাজই এগোবে না। কাজটা কখন শেষ করবেন—এইটা আগে থেকেই ঠিক করুন। ডেডলাইন আপনাকে ফোকাস থাকতে সাহায্য করবে।

৬. পরবর্তী দিনের প্ল্যান আগে করুন

প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে পরবর্তী দিন কী কী কাজ করবেন, সেটা প্ল্যান করে নিন। এতে আপনি পরদিন সকালে এনার্জি নিয়ে কাজ শুরু করবেন এবং দিনের শুরুটা হবে স্মুথ।

এগুলো হল টাইম ম্যানেজমেন্ট এর কিছু বেসিক টিপস। সহজ কিন্তু ইফেক্টিভ!

এখন, আপনার পার্সোনাল হেলথ, মেন্টাল হেলথ, ফাইনান্স, ক্যারিয়ার, ম্যানহুড আর আরও মজার টপিক নিয়ে আলোচনা করতে চান? Youman কমিউনিটিতে জয়েন করুন এবং জীবনকে ভালোভাবে কাজে লাগান! ফলো করুন, আর হ্যাপি লাইফ কাটান! 


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সারাক্ষণ ক্লান্ত লাগে কেন? সলিউশন এখানে !

ভুয়া অফার থেকে নিজেকে বাঁচানোর স্মার্ট উপায় !

যে কৌশলে সহজে পড়া মনে রাখতে পারবেন