ফ্লাইট টিকেট বুকিং টিপস
বিদেশে ঘুরতে যাবেন? ফ্লাইট টিকিটের খরচই মোট বাজেটের বেশির ভাগ খেয়ে ফেলে! তাই খরচ কমাতে আজকেই দেখে নিন কৌশলগুলো।
১. আগে থেকে বুকিং, শেষে নয়!
ফ্লাইটের প্রাইস ওঠা-নামা করতেই থাকে। আগেভাগে প্ল্যান করলে, শেষ মুহূর্তে আর বুকিং ঝামেলা থাকছে না। আগে থেকে বুকিং দিন আর ভালো দাম নিশ্চিত করুন।
২. ফিক্সড না ফ্লেক্সিবল ডেট?
যেদিন যাবেন আর যেদিন ফিরবেন তা ফিক্স না থাকলে ভালো। ফ্লেক্সিবল ডেট হলে সাধারণত সস্তায় টিকিট পেয়ে যাবেন। তাই কিছুটা ডেট নিয়ে কৌশলী হন।
৩. বিভিন্ন সাইট আর ব্যাংক অফার চেক করুন
অনেক বুকিং সাইট আর ব্যাংকের স্পেশাল অফার থাকে, তাই এক জায়গায় না থেমে সবগুলো চেক করে তারপর ডিসিশন নিন। মনে রাখুন - টাকা বাঁচাতে চোখ-কান খোলা রাখতেই হবে!
৪. পাবলিক হলিডে এভয়েড
টিকিট কাটা হলো কিন্তু দাম বেশি? কারণ, পাবলিক হলিডে বা পিক টাইমে বুকিং করেছেন। এসব এভয়েড করে অফ-পিক টাইমে টিকিট কাটলে অনেকটাই কম খরচ হবে।
৫. বাজেট এয়ারলাইন্স ট্রাই করুন
আপনার রুটে বাজেট এয়ারলাইন্স আছে কিনা দেখে নিন। একটু কম সেবায় ফ্লাইট সেরে ফেললে রেগুলার এয়ারলাইন্স থেকে বেশ কিছু টাকা সেভ হবে।
আরো এমন মজার টিপস জানতে ফলো করুন Youman কমিউনিটি, আর লাইফকে স্মার্টলি এনজয় করুন!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন