পড়াশোনায় মজা আনতে গ্রুপ স্টাডি মাস্ট!

গ্রুপ স্টাডিঃ

গ্রুপ স্টাডির আসল উদ্দেশ্যই হলো টিমওয়ার্কের মাধ্যমে পড়াশোনার ঝামেলা সহজ করে ফেলা। স্রেফ পড়ার সময় গুটিকয়েক বন্ধু মিলে পড়া – সেরা আউটপুট পেতে তিন থেকে পাঁচজনই যথেষ্ট !

কীভাবে কাজ করে গ্রুপ স্টাডি?

ধরো, পরীক্ষার আগে আমরা রিভিশন দিতে বসি, আর তখন কিছু টপিক মনে করতে ঝামেলা হয়। কারণটা জানো? যে বিষয়গুলো মাথায় ঢোকে না, সেগুলো মুখস্থ করে ফেলি কিন্তু ঠিকভাবে বুঝি না। গ্রুপ স্টাডিতে সবাই একসঙ্গে আলোচনা করলে সেই কঠিন জিনিসগুলোও সহজেই মাথায় ঢুকে যায়।

আরও মজার কথা হলো, গ্রুপ স্টাডিতে পড়া গুছিয়ে শেষ করতে দারুণ একটা আইডিয়া পাওয়া যায়। রিসার্চ বলছে, টানা ২৫-৩০ মিনিট পড়াশোনা করলে মনোযোগ কমে যায়, তাই একটানা পড়ার চেয়ে কিছুটা সময় গ্রুপ স্টাডিতে দিলে এটেনশনও থাকবে এবং পড়াও হবে বেশ মজাদার!

আরো একটা সুবিধা হলো – ক্লাস মিস করলে বা কোনো টপিক ভালোভাবে না বুঝলে গ্রুপমেটদের সাথে সেই অংশটা সহজেই বুঝে নেওয়া যায়।

গ্রুপ স্টাডির ডিসকাশনে যেমন নিজের ভুলগুলো জানা যায়, তেমনি পরীক্ষার সময় ভুল করার প্রবণতাও কমে। সবাই মিলে শেয়ার করলে হয়তো কিছু ট্রিকস বা টিপসও পেয়ে যাবে, যা ইন্ডিভিজুয়ালি পড়তে গেলে জানা হতো না!

অতএব, পড়াশোনা সহজ করতে হলে গ্রুপ স্টাডির মতো এফেক্টিভ উপায়গুলো ট্রাই করতেই পারো।

লাইফে হালকা টাচে প্রো লেভেল আপগ্রেড আনতে Youman আপনার পাশে থাকবে !


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সারাক্ষণ ক্লান্ত লাগে কেন? সলিউশন এখানে !

ভুয়া অফার থেকে নিজেকে বাঁচানোর স্মার্ট উপায় !

যে কৌশলে সহজে পড়া মনে রাখতে পারবেন