কোথায় নিয়ে যাবেন পাসপোর্ট
বিদেশে বেড়াতে গেলে পাসপোর্ট থাকা মেইন কাজ! কেন জানেন? কারণ প্লেনের টিকিট থেকে শুরু করে ইমিগ্রেশন ক্লিয়ার করা—সবকিছুতেই লাগে আপনার পাসপোর্ট। কিন্তু সবসময় কি সত্যিই ক্যারি করতে হবে? চলুন ডিটেইলে জেনে নেই!
পাসপোর্ট ছাড়া তো ফ্লাইটই ধরতে পারবেন না!
ট্রাভেল শুরুর প্রথম স্টেপেই পাসপোর্ট লাগবে। তাই এটা সাথে না থাকলে প্লেনে ওঠার কোনো চান্সই নেই।
হোটেলে চেক-ইনের সময় লাগবে পাসপোর্টের ফটোকপি
দেশে পৌঁছে যখন হোটেলে ঢুকবেন, তখন হোটেল কর্তৃপক্ষ আপনার পাসপোর্টের ফটোকপি চাইবে। শুধু তাই না, শপিংয়ে ডলার এক্সচেঞ্জ করতে গেলেও পাসপোর্টের ফটোকপি লাগবে।
পুলিসের চোখে বৈধ হতে গেলে...
কোনো কারণে যদি পুলিস আপনার পাসপোর্ট দেখতে চায়, তখন অবশ্যই দেখাতে হবে। পাসপোর্ট না থাকলে কিন্তু বিপদেই পড়তে হবে।
পাসপোর্টের দায়িত্ব নিজেকেই নিতে হবে!
এখন তো সবাই ইমার্জেন্সি ডকুমেন্টের দায়িত্ব নিজে নিতে জানে। পাসপোর্ট সঙ্গে রাখতে ছোট একটা ব্যাগে রেখে দিন। এটা আপনাকেই সেফ রাখতে হবে।
সব জায়গায় পাসপোর্ট নিয়ে ঘুরবেন না!
হোটেলে লাঞ্চ বা ডিনারে গেলে পাসপোর্ট না নিয়েই যান। কারণ, মজার মুহূর্তে ভুলে যেকোনো জিনিস ফেলে আসার চান্স থাকে। পাসপোর্ট হারালে ঝামেলা কেমন হয়—তা বলাই বাহুল্য!
Youman কমিউনিটির সাথে থাকুন, আর এভাবেই ছোট ছোট টিপসে নিজের ট্রাভেল এক্সপেরিয়েন্স আরও স্মুথ করে তুলুন!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন