চাকরির স্যালারিতে ফোকাস করবেন কখন?

ক্যারিয়ার ফোকাস : কখন এক্সপোজার, কখন বেটার স্যালারি

ক্যারিয়ারের শুরুতে আমাদের ফোকাসটা থাকা উচিত এক্সপোজারে। কারণ এটাই সেই সময়, যখন নিজের স্কিল আর কাজ শেখা নিয়ে এক্সপেরিমেন্ট করার সুযোগ বেশি থাকে। দেখুন কাজ কত দ্রুত শিখে ফেলতে পারেন, আর সাথে কী কী নতুন যোগ করছেন। প্রতিষ্ঠানের ভেতর যারা আছেন, তাদের কাজের ধরনটা বোঝার চেষ্টা করুন। এক্সপেরিয়েন্সের পেছনে সময় দিন, কারণ এর উপরই দাঁড়াবে আপনার ভবিষ্যৎ।

কবে ফোকাস যাবে স্যালারিতে?

এক্সপেরিয়েন্স ভালোভাবে হয়ে গেলে, তখন ফোকাসটা বেটার স্যালারি আর সুবিধার দিকে নিয়ে যান। মানে, এখন এমন চাকরি খুঁজুন যেখানে আপনি আগের চেয়ে বেশি কিছু অফার পাচ্ছেন। তখন হয়তো একটা ব্যাংক থেকে এফএমসিজি সেক্টরে চলে যাওয়া দারুণ একটা আপগ্রেড হতে পারে, যদি স্যালারি আর বেনিফিট ভালো হয়। কিন্তু যদি ব্যাংকেই আরও ভালো পজিশনের অফার পান, তাহলে হয়তো সেইটা লুফে নেওয়াই হবে স্মার্ট ডিসিশন।

যতটা সম্ভব ফোকাসড থাকুন

ক্যারিয়ারের প্রতিটি স্টেপে আপনার ফোকাস বদলাবে। তবে ঝোঁকের মাথায় কোনো ডিসিশন নিয়ে ফেলাটা বোকামি হতে পারে। ঠান্ডা মাথায় চিন্তা করে, যে কোনো সুযোগের মূল্যায়ন করুন। সুযোগের অপেক্ষায় বসে থাকলে কিছুই হবে না। ফোকাস ঠিক রাখলে আপনার ক্যারিয়ার লাইফে অনেক দূর যেতে পারবেন।

সময় নষ্ট না করে নিজের সময়কে সেরা বানান!

Youman-এ আসুন আর আমাদের সাথে নতুন কিছু শিখুন প্রতিদিন।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সারাক্ষণ ক্লান্ত লাগে কেন? সলিউশন এখানে !

ভুয়া অফার থেকে নিজেকে বাঁচানোর স্মার্ট উপায় !

যে কৌশলে সহজে পড়া মনে রাখতে পারবেন